#Pravati Sangbad Digital Desk:
বুধবার গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন শীর্ষ সম্মেলনের উদ্বোধন করলেন। সেখান থেকেই তিনি এবার আয়ুষ ভিসা চালুর ঘোষণা করলেন। তিনি বলেন, "শীঘ্রই ভারত বিদেশি নাগরিকদের জন্য একটি বিশেষ আয়ুষ ভিসা বিভাগ চালু করতে চলেছে। এই ভিসার মাধ্যমে আয়ুষ থেরাপির বিশেষ সুবিধা নিতে ভারতে আসতে পারবে বিদেশিরা"।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজি ডক্টর টেড্রোস আধানম ঘেব্রেইসাস, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগনাউথ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আরও বলেন, আয়ুষ সেক্টরের জন্য এই প্রথম বিনিয়োগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় সময়ে 'আয়ুষ কড়া' এবং অন্যান্য অনুরূপ পণ্যগুলি মানুষকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করেছে।