Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

টানা তিনদিন ধরে বৃষ্টির পূর্বাভাস

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

গরমে হাঁসফাঁস অবস্থা। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হলেও, দক্ষিণে দেখা নেই কোন বৃষ্টির সম্ভাবনা। তবে এরমধ্যে কিছুটা আশার বাণী শোনাচ্ছে হাওয়া অফিস। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ধেয়ে আসবে কালবৈশাখী। এরই সঙ্গে কলকাতাতেও হাল্কা বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন।
শুক্রবার এবং শনিবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত নয়, এই দু'দিন শহরে হবে হালকা বৃষ্টি।  কলকাতার আবহাওয়া বদলের বিশেষ সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায় নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। মোটের উপর ভিজতে পারে জেলাগুলি। উল্লেখ্য,আগামী কয়েকদিন বৃষ্টি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অসম, মেঘালয় প্রবল বৃষ্টি হতে পারে বুধ এবং বৃহস্পতিবার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News