Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ক্রিপ্টো কারেন্সিকে ঘিরে নানাবিদ নির্দেশ ও সতর্কতা : অর্থমন্ত্রী নির্মলা সীতারামন!

banner

journalist Name : Debopriya Banerjee

#Pravati Sangbad Digital Desk:

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে ভারতে ক্রিপ্টোকারেন্সিগুলিতে বিজ্ঞাপন নিষিদ্ধ করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার বিষয়ে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে, রাজ্যসভায় অর্থমন্ত্রী বলেছিলেন যে এটি একটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। দেশে জনপ্রিয় বেসরকারি ক্রিপ্টোকারেন্সিতে যাঁরা লগ্নি করেছেন বা করবেন ভাবছেন, তাঁরা তা করছেন। সম্পূর্ণ নিজেদের ঝুঁকিতে। কারণ কোনও ক্রিপ্টোকারেন্সির পিছনেই কোনও নির্দিষ্ট সম্পদের ভিত্তি নেই। ফলে যে কোনও সময়ে তা গায়েব হয়ে যেতেই পারে। কেন্দ্র বা রিজার্ভ ব্যাঙ্ক, কারও পক্ষেই সেক্ষেত্রে কিছু করার থাকে না। সম্প্রতি দ্বিমাসিক ঋণনীতি ঘোষণার সময় এ ভাবেই ক্রিপ্টো/ ডিজিটাল কারেন্সি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর শক্তিকান্ত দাস। এ বার সেই সুরেই ক্রিপ্টো নিয়ে ভারতের অবস্থান বিশ্বের দরবারে জানিয়ে দিলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার ওয়াশিংটনে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আয়োজিত এক সভায় বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি লেনদেনে সার্বিক পরিকাঠামো গড়ে তোলার পক্ষে জোর সওয়াল করলেন তিনি। নির্মলার দাবি দেশের সরকারের কাছেই অন্যতম বড় চ্যালেঞ্জ ক্রিপ্টোর মাধ্যমে তছরূপ, অবৈধ লেনদেন এবং সন্ত্রাসবাদী কাজকর্মে অর্থ জোগানো বন্ধ করা। যেখানে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হল, এর মাধ্যমে সহজেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে এক দেশে বসে পৃথিবীর অন্য প্রান্তে বেআইনি লেনদেন এবং সন্ত্রাসমূলক কাজে টাকার জোগান দেওয়া সম্ভব। যা আটকানো কোনও একটি-দু'টি দেশের পক্ষে করা সম্ভব নয়। নির্মলার কথায়, 'অত্যাধুনিক প্রযুক্তির এই ক্রিপ্টোকারেন্সির বেআইনি ব্যবহার রোখার জন্য প্রযুক্তিই একমাত্র হাতিয়ার হতে পারে। প্রযুক্তির সঙ্গে আইনের মিশেল তাকে বেআইনি ক্রিপ্টো লেনেদেনকারীদের থেকে এক কদম এগিয়ে রাখবে। এই পরিকাঠামো গড়ে তোলা কোনও একক দেশের পক্ষে সম্ভব নয়। এক দেশের প্রযুক্তিকে পাশ কাটিয়ে বিশ্বের বাকি সর্বত্র সেক্ষেত্রে এর ব্যবহার করার পথ খুঁজে নেবে দুষ্কৃতীরা যে প্রযুক্তি/আইন অন্য দেশে কার্যকর নেই। সবাই মিলে কাজ করলে একমাত্র এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় রয়েছে। অবিলম্বে সার্বিক ভাবে গ্রহণযোগ্য কোনও আইনি পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।'ভারতে ১ এপ্রিল থেকে চালু হওয়া ক্রিপ্টো লেনদেনের উপর কর চালু করা প্রসঙ্গে নির্মলার দাবি, ইন্টারনেটের মাধ্যমে যে সব অগণিত লেনদেন হচ্ছে, তার হদিশ জানে কেবল কিছু ইলেকট্রনিক কোড,যার পিছনে সর্বদা নজর রাখা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। তাই কর চাপিয়ে আমরা নজরদারি করা শুরু করেছি, কে তা কিনছে এবং কে তা বিক্রি করছে, তা জানতে। যার জন্যই ৩০% হারে করের পাশাপাশি উৎসমূলে ১% করও বসানো হয়েছে।' বৈঠকে অর্থমন্ত্রীর আরও দাবি, ‘ডিজিটাল কারেন্সির আয়ের উপর ভারত কর চাপিয়েছে বলে এমনটা মনে করার কোনও কারণ নেই, যে ক্রিপ্টোকারেন্সিকে ভারত ‘ফিয়াট কারেন্সি' বা মুদ্রার আইনি তকমা দিয়েছে। এর মাধ্যমে হওয়া কিছু লেনদেন থেকে আর্থিক লাভ হওয়ায়, সেই লাভের উপর কর চাপানো হয়েছে। এর সঙ্গে ক্রিপ্টোকে ভারতে বৈধতা দেওয়ার কোনও সম্পর্ক নেই।'

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি অর্থনীতি
Related News