#Pravati Sangbad Digital Desk:
শেয়ার বাজারে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির পা রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও হল একধরনের প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি বাজার থেকে টাকা নিয়ে তাদের ব্যবসায় লগ্নি করে। প্রায় সব কোম্পানিই আইপিও-র মাধ্যমে শেয়ার বাজারে তাদের নাম লেখাতে চায়। চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরাও। তবে আইপিও-তে বিনিয়োগের আগে কী কী প্রাথমিক বিষয় মাথা রাখা জরুরি সেই সম্পর্কে বিশদে জানালেন অ্যাঞ্জেল ওয়ান লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট অমরজিত্ মৌর্য।
প্রথমত, কোম্পানির ব্যাবসায়িক মডেলকে বুঝতে হবে। তবেই আইপিও-র মূল্য সঠিক কি না আন্দাজ করা যাবে। দ্বিতীয়ত, অভিজ্ঞ বিনিয়োগকারীদের কাছেও বাজারে প্রবেশের সময় নির্ধারণ করাটা কঠিন কাজ বলে মনে হয়। বাজারের পতন হলেই ভারতীয় বিনিয়োগকারীরা হাত গুটিয়ে নেন। এটা না করে দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করতে হবে। তৃতীয়ত, সব অর্থ এক জায়গায় বিনিয়োগ করা উচিত নয়। বদলে স্টক, বন্ড, সোনার মতো বিভিন্ন সম্পদ শ্রেণীতে ভাগ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। চতুর্থত, আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। মনে রাখতে হবে, স্টক মার্কেটের রিটার্ন অল্প সময়ের জন্য অস্থির। দীর্ঘ সময় ধরে রাখা হলে, বড় ক্যাপ স্টকগুলি ১০ শতাংশের বেশি রিটার্ন দেবে।