Flash News
Monday, September 22, 2025

এবার কী তাহলে ভারতেও চোখ রাঙাচ্ছে করোনার চতুর্থ ঢেউ !!

banner

journalist Name : Srijita Mallick

#Pravati Sangbad Digital Desk:

করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন? দিল্লিতে যেভাবে লাফিয়ে সংক্রমণ বাড়ছে, তাতে নতুন করে সেই আশঙ্কাই যেন মাথাচাড়া দিচ্ছে আর এরমধ্যে ইতিমধ্যেই দেশে হানা দিয়েছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট XE।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,০৬৭ জন। উল্লেখযোগ্যভাবে, দিল্লিতে মঙ্গলবার ৬৩২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীতে করোনার পজিটিভিটি হার ৪.৪৩ শতাংশ। বর্তমানে দিল্লিতে ১,২৭৪ জন রোগী হোম আইসোলেশনে রয়েছেন। কন্টেনমেন্ট জোন রয়েছে ৬২৫টি। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে বুধবার দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজাল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, রাজস্ব মন্ত্রী কৈলাশ গাহলট এবং স্বাস্থ্য দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেছেন।

সেখানেই রাজধানীতে ফের মাস্ক পড়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। মাস্ক না পরলে জরিমানা নেওয়ার নির্দেশিকাও জারি করেছে দিল্লি বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং আসন্ন চতুর্থ ঢেউয়ের বিরুদ্ধে লড়াই জোরদার করতে দেশজুড়ে টিকাকরণ ও চলছে জোরকদমে। তবে চলতি মাসের প্রায় গোড়া থেকেই বাংলা করোনায় মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টাতেও তার ব্যতিক্রম হল না। রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ মহামারি
Related News