Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আসানসোলে ও বালিগঞ্জ উপনির্বাচনে জোড়া ফুলের জয়

banner

journalist Name : Aditi Sarker

#pravati sangbad Digital desk:

 আসানসোলে ২ লক্ষ ৯৭হাজার ভোটে জয়ী বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা এবং বালিগঞ্জ বিধানসভায় বাবুল সুপ্রিয় ২০হাজার ৫৬ ভোটে জয়ী। 
বাংলার মানুষ বিজেপিকে চাইছে না, তা ফের একবার প্রমাণ করে দিল। আসানসোলের মতো আসন বিজেপির হাতছাড়া হওয়ার পর তৃণমূল কংগ্রেসের এমনটাই দাবি। প্রথমবার আসানসোলে জিতে তৃণমূল কংগ্রেস ২০২৪-এর আগে বিজেপিকে মোক্ষম বার্তা দিল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যতই বলুন ২০২৪-এ ফের বিজেপিই জিতবে, এখন থেকে তা লিখে দিচ্ছি স্ট্যাম্প পেপারে, তা কিন্তু কথার কথাই হয়ে থাকবে বর্তমান পরিস্থিতির বিচারে।
লোকসভা জয়ের ধারা অটুট রাখতে পারলেন না৷ প্রায় দু’লক্ষ ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন ফ্যাশন ডিজাইনার তথা আসানসোল লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল৷ তাই কাউন্টিংয়ের শেষ পথে গণনা কেন্দ্র ছাড়লেন তিনি৷ যাওয়ার আগে দক্ষ রাজনীতিকের ঢঙে বললেন, ‘‘মানুষের রায় মাথা পেতে নিলাম৷ কারণ, মানুষের ভালবাসা ছাড়া সামনে এগানো সম্ভব নয়৷’’ খানিক থেমে যোগ করলেন, ‘‘আমি অন্যদের মতো রিগিংয়ের কথা বলব না৷ তবে দু’বছর পরে লোকসভা নির্বাচন৷ তাই আমি নেতৃত্বকে বলব, এখন থেকেই বিষয়টি নিয়ে ভাবতে হবে৷’’

বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে, "কেউ তো দ্বিতীয় স্থানে আসতই। বড় ব্যাপার হল যে বিজেপি চতুর্থ স্থানে রয়েছে।" ১৯ রাউণ্ডের শেষে তৃণমূল ৫০,৭২২ ভোট পেয়ে  দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীর তুলনায় ১৯,৯০৪ ভোটে এগিয়ে রয়েছে। বাম প্রার্থী পেয়েছেন ৩০,৮১৮ ভোট। ১৯ রাউণ্ডের শেষে বিজেপির প্রাপ্ত ভোট ১২,৯৬৭ এবং কংগ্রেস পেয়েছে ৫,১৯৫ ভোট।
গণনার শেষে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম বলেন, তৃণমূল কংগ্রেসের বিকল্প কখনোই বিজেপি হতে পারে না। বাংলায় তৃণমূলের বিকল্প একমাত্র সিপিএম। উপনির্বাচনকে সামনে রেখে বঙ্গ রাজনীতিতে বামেরা নিজেদের প্রাসঙ্গিকতা তুলে ধরেছে। বালিগঞ্জের মানুষকে তিনি ধন্যবাদ দেন তাকে ভোট দেওয়ার জন্য। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News