Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

একটি দুটি নয়, ১৩টি পুকুর চুরির দুর্নীতি উত্তর দিনাজপুরে

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

পুকুর চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো করণদীঘির দোমোহনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ ১৩টি পুকুর নাকি চুরি গেছে দোমোহনা গ্রাম পঞ্চায়েতের ভুলকি এলাকা থেকে। অন্যদিকে সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই ১৩টি পুকুর কাটার জন্য ৩২ লক্ষ টাকা দেওয়াও হয়েছে।
স্থানীয় বাসিন্দা মইনুল হক নামে এক ব্যক্তির অভিযোগ, এই ১৩টি পুকুরের মধ্যে ১১টি পুকুর গ্রাম পঞ্চায়েত সদস্যা সাকেরা বিবির পরিবারের নামে নেওয়া হয়েছে। কিন্তু ১১ দিনের কাজের প্রকল্পের নিয়ম অনুযায়ী, একটি প্রকল্প শুধু মাত্র একজন ব্যক্তি বা একজন পরিবারের নামেই হওয়ার কথা। তাহলে কী করে একজনের নামে এতগুলি পুকুর খোড়ার কাজ হল। এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। পঞ্চায়েত সদস্যা সাকেরা বিবির নিজে পঞ্চায়েত কাজ ঠিকভাবে জানেন না। সাকেরার হয়ে তাঁর স্বামী আনেশ আলি সবকিছু দেখাশোনা করেন। আনেশের বিরুদ্ধেই এই সব পুকুর চুরির অভিযোগ উঠছে। আনেশ মেনে নিয়েছেন ১৩টি পুকুরের মধ্যে ১১টি তার পরিবারের সদস্যদের নামে। যার মধ্যে তার নিজের নামে দুটো পুকুরের কথাও স্বীকার করেছেন আনেশ। তবে আনেশ আলী সব কিছুতে সম্মতি দিলেও গ্রামে ঘুরে ১৩টি পুকুরের অস্তিত্ব দেখাতে রাজি হননি তিনি। বার বার তার কাছে পুকুর এর অস্তিত্ব বা তার প্লট নম্বর চাওয়ায় তিনি উত্তর দেননি। এবিষয়ে পঞ্চায়েত প্রধান গাজলু হক জানান তিনি সদ্য প্রধান হয়েছেন তাই তিনি ওই ১৩টি পুকুর চুরি নিয়ে কিছু বলতে পারবেন না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News