#Pravati Sangbad Digital Desk:
'তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গিয়েছে'। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নানা সময় চর্চা চলেছে। শুক্রবার রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে এমনই মন্তব্য করেন সংবাদ পাঠক ওলগা স্কাবিয়াভা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির নেতৃত্বে রুশ আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছে ইউক্রেন। যুদ্ধ চলাকালীনই এবার বড়সড় ধাক্কার মুখে রাশিয়া। রাশিয়া- ইউক্রেন যুদ্ধে রুশ নৌবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিল মস্কভা নামে ওই যুদ্ধজাহাজ, আকস্মিকভাবেই সেই যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরের অতলে তলিয়ে গিয়েছে বলেই জানিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। ইউক্রেনের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে মস্কভাতে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের কারণে ওই যুদ্ধজাহাজ ডুবে গিয়েছে, তবে একথা অস্বীকার করেছিল রাশিয়া। তবে মস্কভা ডুবে যাওয়ার ঘটনাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে রাশিয়ার এক সংবাদমাধ্যম।
রাশিয়ার সরকার নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যমের দাবি, মস্কভা ডুবে যাওয়ার পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। রাশিয়ার ওই খবরের চ্যানেলের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। এমনকী ওই অনুষ্ঠানে সঞ্চালক ন্যাটোকেও কটাক্ষ করেছেন। ওই সংবাদমাধ্যমের এই দাবি যদি সত্যি হয়, তবে তা নিঃসন্দেহে গোটা বিশ্বের জন্যই আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে একদিকে গোটা বিশ্ব যেমন জ্বালানির তেলের দাম বাড়ছে, অন্যদিকে নানাবিধ অর্থনৈতিক সমস্যাও দেখা গিয়েছে। এখনও যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে শক্তিধর দেশগুলি তাতে যোগদান করবে এবং তার মারাত্মক ফল হবে। বিশেষজ্ঞদের মতে, রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের পেছনে নেটোর ভূমিকাই দেখছে রাশিয়া। খুব স্বাভাবিক ভাবেই রাশিয়ার তরফ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলে চলছে এই নিয়ে তীব্র সমালোচনা।