Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

অবশেষে জল্পনার অবসান , শ্রী সিমেন্টস থেকে সরে এল লাল হলুদ ব্রিগেড

banner

journalist Name : Avijit Das

#pravati sangbad Digital desk:

অবশেষে খবরটা সত্যি হল। দুবছরের সম্পর্ক শেষ করে ইস্টবেঙ্গলকে বিদায় জানাল শ্রী সিমেন্ট। মঙ্গলবার শ্রী সিমেন্ট সংস্থার তরফ থেকে ইস্টবেঙ্গল ক্লাবে এই মর্মে চিঠি পাঠানো হয়। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে দেবব্রত সরকার জানিয়েছেন ক্লাবে না থাকার কারণে তিনি ঠিক চিঠির বয়ান বলতে পারছেন না। দীর্ঘদিন ধরেই স্পোর্টিং রাইট নিয়ে ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। এই সংস্থার হাত ধরেই আইএসএলে অভিষেক ঘটেছিল লাল-হলুদের। তবে শুধু ইনভেস্টর নয়, ক্লাবের পুরো দায়িত্ব পেতে চেয়েছিল শ্রী সিমেন্ট। এমন চুক্তি করা নিয়ে একাধিকবার দু’পক্ষের মধ্যে আলোচনাও হয়েছিল। তবে ইস্টবেঙ্গল কর্তারা এই প্রস্তাবে কোনওদিনই রাজি হয়নি। গত বছর আইএসএল শুরুর সময়ও মাথাচাড়া দিয়ে ওঠে সমস্যা। ইনভেস্টর হিসেবে শ্রী সিমেন্ট আর থাকতে চায় না বলে জানিয়ে দিয়েছিল। এমন টালমাটাল পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের আইএসএলে খেলা নিয়েই তৈরি হয় ধোঁয়াশা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার বলেন, "হ্যাঁ আমরা শ্রী সিমেন্ট থেকে স্পোর্টিং রাইটস ফেরত পেয়ে গিয়েছি। এ বার আমরা নতুন ভাবে দল গড়ব।" বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন কর্তারা। দেব্ব্রত সরকার ফের যোগ করেন, "হ্যাঁ ওদের সঙ্গে কথা চলছে। সময় এলে সব জানিয়ে দেওয়া হবে।" 

এবার কলকাতায় আইএসএল হবে। তাই মাঠে দর্শক প্রবেশ করবে। সেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং আইএসএল কমিটি নিজেরাও চায় ইস্টবেঙ্গল নামি স্পনসর জোগাড় করুক। তাতে ভারতীয় ফুটবলের লাভ। শোনা যাচ্ছে পরের মৌসুমের জন্য ভেতর ভেতর দল গড়ার কাজ শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চান তারা। সময় নিয়ে কোচ এবং ফুটবলার বাছাই করা হবে। এর ফলে ইস্টবেঙ্গল শুধু আইএসএল নয়, কলকাতা লিগ থেকে শুরু করে ডুরান্ড কাপ, শিল্ড একাধিক টুর্নামেন্ট খেলতে পারবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল খেলা
Related News