Flash News
Monday, September 22, 2025

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জিডি বিড়লা গোষ্ঠীর সমস্ত স্কুল

banner

journalist Name : Aditi Sarker

#Pravati Sangbad Digital Desk:

বন্ধ হয়ে গেল রানিকুঠির জিডি বিড়লা স্কুল, পাম আভিনিউয়ের অশোক হল এবং বালিগঞ্জ পার্কের মহাদেবী বিড়লা স্কুল। ৭ই এপ্রিল সকালে স্কুলের দরজায় একটি নোটিশ সেঁটে দেয় স্কুল কর্তৃপক্ষ। ওই দিন সকাল সাড়ে ৬টা নাগাদ স্কুলে পৌঁছে ছাত্রছাত্রীরা দেখেন মূল ফটক বন্ধ। সেখানেই  নোটিশে বলা হয়েছে, “আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে আপাতত স্কুল বন্ধ রাখা হচ্ছে।” স্বাভাবিক ভাবেই এই আচরণে ক্ষুব্ধ অভিভাবকরা। 
করোনার সময়ে অনলাইন ক্লাসের পাট চুকিয়ে এপ্রিলের শুরু থেকে স্কুলে ফিরছে পড়ুয়ারা। কিন্তু বেশ কিছু পড়ুয়ার ফি বাকি থাকার জন্য তাঁদের ক্লাসের ভিতর ঢুকতে বাঁধা দেয় স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের অভিযোগ, পড়ুয়াদের ক্লাস করতে দেওয়া হয়নি। আর এর পরই তারা আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বেসরকারি স্কুল বন্ধ থাকলেও ক্লাস করতে বাঁধা দেওয়া যাবে না পড়ুয়াদের। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে স্কুল বন্ধ রাখার সিন্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ।

আদালতের নির্দেশ অমান্য করে স্কুল কর্তৃপক্ষ এই নির্দেশে হতবাক অভিভাবকরা! তাঁদের প্রশ্ন, যারা ফি জমা দেয়নি তাদের বাদ রাখলেও , যারা ফি জমা দিয়েছে, তাদের ক্লাস করতে পারেনি ছাত্রছাত্রীরা। স্কুলের এমন সিন্ধান্তে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

শিক্ষা
Related News