Flash News
Monday, September 22, 2025

আবারও পাল্টানো হলো মেট্রো স্টেশনের নাম!!

banner

journalist Name : Aankhi Banerjee

#Pravati Sangbad Digital Desk:

আরও একবার নাম বদল মেট্রো স্টেশনের। এবার নাম পরিবর্তিত হল করুণাময়ী মেট্রো স্টেশনের। স্টেশনের নতুন নাম হবে 'সেনকো করুণাময়ী'। অন্যতম গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশনের নাম বদলে এবার হতে চলেছে আইআইএইচএম পার্কস্ট্রিট মেট্রো স্টেশন। আইআইএইচএম সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মেট্রো। সেই কারণেই কোব্র্যান্ডিংয়ের জন্য এই মেট্রো স্টেশনের নাম বদলে ফেলার অনুমতি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো স্টেশনের ৬৬৯ স্কোয়ারফুট জায়গা দেওয়া হয়েছে সংস্থাকে। চুক্তি অনুযায়ী, জায়গাকে নিজেদের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারবে "সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড"। এছাড়াও নিজেদের লোগো, সিগনেচার রং এবং নাম ব্যবহার করতে পারবে সংস্থা। পাশাপাশি, ওই সংস্থা সবকটি এন্ট্রি এবং এক্সিট গেটে স্টেশনের নামের আগে নিজেদের নাম বসাতে পারবে। এর আগে মেট্রোর ১১টি স্টেশনের নাম পরিবর্তিত হয়েছিল। পার্ক স্ট্রিট স্টেশনের নাম বদলের পর সেই তালিকায় আরও এক স্টেশনের নাম জুড়ল।

এতদিন রেলের আয়ের জায়গা ছিল যাত্রী ভাড়া এবং পণ্য পরিবহন। কয়েক বছরে রেল প্ল্যাটফর্ম এ দোকান, আয় সহ বিভিন্নভাবে আয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। রেলের সঙ্গে হাত মেলাচ্ছে বেসরকারি সংস্থা। সম্প্রতি শিয়ালদহ স্টেশনেও দেখা যাচ্ছে নানা রকম দোকান, গয়নার দোকান, জামাকাপড়ের দোকান ছাড়াও একটি মল। গত বুধবার কলকাতা মেট্রো রেল এই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিপত্র সই করে।কলকাতা মেট্রোর ডেপুটি চিফ অপারেশন ম্যানেজার কৌশিক মিত্র এই চুক্তিপত্রে সই করেন। সেখানে উপস্থিত ছিলেন " HM & Indismart Group Worldwide" -এ (CEO) ড. সুবর্ণ বসু। বলা হচ্ছে,রাজস্ব বৃদ্ধির জন্যই কলকাতা মেট্রো এমন সিদ্ধান্ত নিয়েছে। ভাড়া বহির্ভূত রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল । উত্তর-দক্ষিণ করিডরের পাঁচটি এবং পূর্ব-পশ্চিম করিডরের সাতটি স্টেশনকে এই তালিকায় রাখা হয়েছে। সূত্রের দ্বারা খবর ,মেট্রো স্টেশনের নামের সঙ্গে নিজেদের নাম জুড়তে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাকে বার্ষিক মোটা টাকা দিতে হবে। ইস্ট-ওয়েস্টে করিডোরের কয়েকটি স্টেশনের সঙ্গে ইতিমধ্যেই বেসরকারি সংস্থার নাম জুড়ে গেছে। যেমন বেঙ্গল কেমিক্যাল স্টেশনের নাম হয়েছে ওয়াও মোমো স্টেশন। সেক্টর ফাইভ এর নাম হয়েছে বন্ধন ব্যাঙ্ক স্টেশন। করুণাময়ী স্টেশনের নামে জুড়েছে সেনকো গোল্ডের নাম। সেরকম এবার পার্কস্ট্রিটের নামও পরিবর্তন করা হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News