Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে "ব্রহ্মাস্ত্র"

banner

journalist Name : Avijit Das

#Pravati Sangbad Digital Desk:

শিবা, এই প্রজন্মের এক সাধারণ ছেলে। সে আচমকাই নিজের মধ্যে আবিষ্কার করে আশ্চর্য এক শক্তি। শিবার সঙ্গী ঈশা তাকে প্রশ্ন করে ‘তুম হো কওন শিবা?’ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই খুঁড়ে দেখা হয় ভারতীয় পুরাণের অনাবিষ্কৃত এক অধ্যায়। কিছুটা  জনপ্রিয় মার্ভেল সিরিজ এবং বাকিটা স্টার ওয়ার্স সিরিজের অনুপ্রেরণযায় তৈরি হচ্ছে এ ছবির কাহিনী , সেকথা নেপথ্যে বলেছেন পরিচালক । তার কথায় , ‘‘মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স যদি গ্রিক মাইথোলজিকে ভিত্তি করে সারা বিশ্বকে মুগ্ধ করতে পারে, আমরাই বা পারব না কেন?" ভারতীয় পৌরাণিক কাহিনির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম এবং কন্নড়- পাঁচটি ভারতীয় ভাষায় মুক্তি পাবে ‘ব্রক্ষ্মাস্ত্র’। ছবির দ্বিতীয় এবং তৃতীয় পার্ট ২০২৪ এবং ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রক্ষ্মাস্ত্রে’ রণবীরের চরিত্র শিব। তাঁর বান্ধবী ইশার ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। এই প্রথমবার একসঙ্গে ছবিতে কাজ করছেন রণবীর এবং আলিয়া। ছবিতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। অভিনেত্রী আলিয়া ভাট নিজের জন্মদিনের দিন ‘ব্রক্ষ্মাস্ত্র’-এর ফার্স্ট লুক শেয়ার করেছেন।
ছবিতে আন্তর্জাতিক মানের ভিএফএক্সের কাজ দেখা যাবে বলে দাবি অয়নের। তার জন্য ছবির বাজেটও আকাশচুম্বী। এ বছরের সেপ্টেম্বরে মুক্তির দিন স্থির হয়েছে। তার আগেই কি গাঁটছড়া বেঁধে ফেলবেন ছবির নায়ক-নায়িকা? বেস্ট ফ্রেন্ডের জবাব, ‘‘সেটা ওরাই বলতে পারবে। তবে দু’জনকে এক করার কৃতিত্বটা ওরা এখনও আমাকেই দেয়!
তবে যতদূর জানা যাচ্ছে অমিতাভ বচ্চন এই ছবিতে প্রফেসর  অরবিন্দ চতুর্বেদী , ডিম্পল কাপাডিয়া অমিতা সাক্সেনা , নাগার্জুন  প্রত্নতাত্ত্বিক অজয় বশিষ্ঠ , মৌনী রায় দময়ন্তী বসুর ভূমিকায় অভিনয় করছেন। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News