Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

এখনও অনলাইনে এক্সাম চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

banner

journalist Name : Aankhi Banerjee

#Pravati Sangbad Digital Desk:

করোনা অতিমারি পুরো নাড়িয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে। যা কোনদিন হয়নি তাই হয়েছে। অনলাইনে এক্সাম। যা শিক্ষার্থীরা কোনোদিন প্রায় ভাবতেই পারেনি। বিভিন্ন কলেজ সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেই অনলাইনেই পরীক্ষা দিয়েছিল ছাত্রছাত্রীরা। এদিকে এখনও তাঁদের আবদার, সেই অনলাইনেই পরীক্ষা নিতে হবে। এদিকে সেই দাবিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সহ চারজন শিক্ষককে গত সোমবার থেকে ঘেরাও করে রাখেন চতুর্থবর্ষের ছাত্রছাত্রীরা। তারা নারাজ অফলাইন এক্সাম এ। কিন্তু এখনও কেন অনলাইনে পরীক্ষা চাইছেন পড়ুয়ারা এনিয়ে উঠছে বড় প্রশ্ন। পড়ুয়াদের একাংশের দাবি,কম্পালসারি ট্রেনিংয়ের জন্য বহু পড়ুয়া মেস ছেড়ে বাইরে চলে গিয়েছেন। তাঁদের থাকার জন্য হস্টেল না পেলে অফলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। সাফ কথা পড়ুয়াদের। তবে পরীক্ষার্থী দের সাফ সাফ জানিয়ে দেওয়া হয় পরীক্ষা অফলাইন ই হবে। বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ছাত্রদের যদি অনলাইনে পরীক্ষা নেওয়া হয় তবে পরীক্ষা ব্যবস্থা থেকে সরে দাঁড়াবেন অধ্যাপকরা। এর আগে এই ধরণের অনলাইন পরীক্ষায় বহু ক্ষেত্রেই কারচুপি ও টুকলির অভিযোগ উঠেছে। তাই এই ধরণের পরীক্ষার বদলে অফলাইনেই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তাঁদের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে জেইউ-কে। ফলে, অফলাইনে পরীক্ষা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের উপর শিক্ষকরা চাপ সৃষ্টি করছেন বলেই মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিষয়টি শুনেছি। খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়।"এককথায়, প্রসঙ্গত, রাজ্যে কোভিড সংক্রমণ থেকে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। খুলেছে বাংলার তামাম শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কম্পালসারি ট্রেনিং এর জন্য অনেক পড়ুয়াই মেস ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছেন। তাঁরা জানিয়েছে, তাঁদের পক্ষে হোস্টেল না পেলে এখন অফলাইন পরীক্ষা দেওয়াটা সম্ভব নয়। অভিযোগ এই বিষয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেও কোনও সমাধান মেলেনি। এদিকে যাদবপুরে অনলাইনে পরীক্ষা হলে সরে দাঁডা়বেন সব অধ্যাপক, সাফ জানিয়েছে জুটা। ঘটনা এর পরেই মোড় ঘুরেছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ শিক্ষা
Related News