#Pravati Sangbad Digital Desk:
মুম্বাই ফায়ার ব্রিগেড ৯০০ জন্য ফায়ারফাইটার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
এই পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন পত্রের কাজ ও শুরু হয়েছে। যে সকল প্রার্থীরা এই পদে নিয়োগ হতে চাইছেন তারা এ বিষয়ে বিশদে জানতে মুম্বাই ফায়ার ব্রিগেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। এ পদে অবদনের জন্য তারিখ, বয়স, যোজ্যতা ও অন্যান্য বিষয় বিশদে জানতে এই লিংকটি দেখতে পারেন। mahafireservice.gov.in সূত্রের খবর, এমএফবিতে বর্তমানে ২৫0০ জনের বেশি দমকলকর্মী রয়েছে। এছাড়া ছয়টি ফায়ার কমান্ড সেন্টারের অধীনে ৩৫টি ফায়ার স্টেশন রয়েছে ও ১৮টি মিনি ফায়ার স্টেশন রয়েছে। এছাড়া ২৫৮টিরও বেশি দমকল ভ্যান রয়েছে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে ২৫০০ থেকে ৩৫০০ জনে নিয়ে যাওয়ার পরিকল্পনা থেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানের তরফে এও জানানো হয়েছে কোভিড এর পর অর্থাৎ গত তিন বছরে এই প্রথম এত বড়ো নিয়োগ পদ্ধতি পরিচালনা করা হচ্ছে।
নিয়োগ সংক্রান্ত তথ্য :
সংস্থা : মুম্বাই ফায়ার ব্রিগেড
পদ : ফায়ার ফ্রাইটার
মোট শূন্যপদ : ৯০০জন
স্থান : মুম্বাই
কাজের ধরণ : জানানো হয়নি।
আবেদন পদ্ধতি : অনলাইন স্ক্রিনিং টেস্ট, শারীরিক দক্ষতা মূলক পরীক্ষা, মেডিক্যাল টেস্ট।
শিক্ষাগত যোগ্যতা : দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
বেতন : জানানো হয়নি।
এই পদে নিয়োগের তারিখ সংক্রান্ত তথ্য এখুনও জানানো হয়নি।
প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে প্রার্থী নিয়োগের পর নির্বাচিতদের ছয় মাসের ট্রেনিং দেওয়া হবে। এছাড়া প্রার্থীদের শপিং মল, মাল্টিপ্লেক্স, হাসপাতাল, প্রাইভেট বিল্ডিং ফায়ার অডিট দেখা ইত্যাদি কাজের দায়িত্ব দেওয়া হবে।