Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

গরমকালে এসি, কুলার ছাড়া আর কীভাবে ঘর ঠান্ডা রাখা সম্ভব?

banner

journalist Name : Sutapa Dey Sarkar

#Pravati Sangbad Digital Desk:

আবারও হাজির গ্রীষ্মকাল আর তাতে সকলেরই প্রাণ নাজেহাল। এই তীব্র গরমে সবার অবস্থা বেহাল। সবার ঘরে এসি, কুলার থাকা সম্ভব নয়। তাহলে কীভাবে এসি, কুলার ছাড়াই ঘরকে ঠান্ডা রাখতে পারবেন ?
১) জানালা:-
প্রথমত, ফ্ল্যাট বা বাড়ি সাজানোর পূর্বে জানালার দিকে নজর দিতে হবে। বর্তমানে কাঠের জানলা প্রায় দেখা যায় না বললেই চলে। তাই আপনার ঘরের জানালা তৈরি করতে হবে ইউপিভিসির বা অ্যালুমিনিয়াম দিয়ে এবং অবশ্যই তার সঙ্গে লাগাতে হবে উন্নত মানের টাফেন গ্লাস। কারণ এসি বা কুলার না থাকলেও, ফ্যানের হাওয়া যাতে কোনোভাবেই বাইরে না বেরিয়ে যেতে পারে। অর্থাৎ এক কথায় বলা যায় আপনার ঘরে জানালা হবে এয়ারটাইট আর অ্যালুমিনিয়াম সাহায্য করবে আমরার ঘরের গরম হাওয়াকে শুষে নিতে। যদি আপনার বাড়িতে পুরনো দিনের জানালে থাকে তবে তাতেও কোন সমস্যা নেই। শুধু লক্ষ্য রাখবেন যেন কোন ফাঁক না থাকে অর্থাৎ যেন এয়ার টাইট হয়।
২) ভেন্টিলেশন:-
ঘরে বিপরীত দেওয়ালের দুটো জানলায় খুব ভালো হয় যদি ক্রস ভেন্টিলেশন লাগানো থাকে। অতিরিক্ত ভেন্টিলেশন থাকলে ঘরে ও বাইরের বাতাস চলাচলের সাহায্য করে। এর ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলকভাবে কম হয়।

৩) সাদা চাদর:-
তীব্র গরমে আপনার বাড়িকে শীতল রাখতে এই পদ্ধতিটি অবশ্যই ব্যবহার করা উচিত। বিছানার চাদর হিসাবে হালকা রঙের কিংবা সাদা রঙের কাপড় ব্যবহার করতে পারেন। গরমকালে বিছানার চাদর বেশি মোটা হলে খুব গরম হয় সাথে বেশি ঘাম হয়। হালকা কিংবা সাদা রং উত্তাপ শোষণ করতে পারে না, বরং প্রতিফলিত করে দেয়।
৪) গাছ লাগান:-
বাড়ি ঠান্ডা রাখার জন্য অবশ্যই বাড়ির চারপাশে গাছ লাগানোর প্রয়োজন। ছায়া দিতে পারে এমন বড় বড় গাছ বাড়ির চারপাশে লাগালে এবং নিত্যদিন পরিচর্যা করলে তা ঘরের সাথে মন-মস্তিষ্ককেও সুন্দর, শীতল ও সতেজ রাখে। ছায়া দিতে পারে এমন বড় গাছ পূর্ব-পশ্চিম দিক করে লাগান, তা আপনার বাড়িতে সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে বাধা দেবে। ঘরের চারপাশে ঘাস জাতীয় গাছ লাগালে ঘর শীতল থাকে।
৫) এয়ারকন্ডিশন তৈরি করে নিন ঘরেতেই:-

একটি বাটিতে অনেকগুলো বরফের টুকরো নিয়ে তা ফ্যানের সামনে বা নিচে রেখে দিন এবং তারপর ফ্যানটি চালিয়ে দিন। দেখবেন কিছুক্ষণ পর যখন বরফগুলো গলতে শুরু করবে তখন বাতাসে সেই ঠান্ডা জল শোষণ করতে করতে চারিদিকে ছড়িয়ে দেবে। এর ফলে বরফের দরুন ফ্যানের হাওয়া ঠান্ডা হবে এবং সারা ঘরে ছড়িয়ে দেবে ঠান্ডা বাতাস।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল স্বাস্থ্য
Related News