Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বন্ধ হতে চলেছে জনপ্রিয় কপিল শর্মা শো

banner

journalist Name : Avijit Das

#Pravati Sangbad Digital Desk:

টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো' ভক্তদের খুবই পছন্দের। শুধু দেশেই নয়, গোটা বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে আছে তাদের ভক্তগণ। এই শো-এর জনপ্রিয়তা একেবারেই তুঙ্গে। প্রতি শনিবার ও রবিবার ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠিত হয় এবং এই শো দেখতে হাজার হাজার মানুষ টিভির সামনে আধীর আগ্রহে বসে থাকেন। তবে ভক্তদের জন্য আবার একটি দুঃখের খবর। কপিল শর্মার জনপ্রিয় শো কিছুদিনের জন্য বন্ধ হতে চলেছে। এটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি, তবে প্রতিবেদন অনুসারে, এর কারণ হল শোয়ের সঞ্চালক কপিল শর্মা আপাতত ব্যস্ত। অনেকেই হয়ত মনে করছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে টুইট বিতর্কের কারণে এই শো বন্ধ হতে চলেছে। কিন্তু আসল কারণ এটা নয়। বেশ কিছুদিন ধরেই কপিল শর্মার হাতে রয়েছে অনেক কাজ। সম্প্রতি কপিল শর্মা ঘোষণা করেছেন, তিনি কাজ করতে বিদেশ সফরে যাচ্ছেন। এ ছাড়া দলের অন্য প্রতিযোগীরাও কাজ নিয়ে ব্যস্ত। এসব দেখে শো'য়ের নির্মাতারাও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে শো নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। সূত্রের খবর অনুযায়ী, শো'য়ের নির্মাতারা দীর্ঘ বিরতি নেবেন না। কয়েক মাস পরেই নতুন সিজন নিয়ে ফিরবে তারা। 

কপিল শর্মা সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, দীর্ঘদিন পর তিনি বিদেশ সফরে যেতে চলেছেন। কোন দিন তিনি অনুষ্ঠান করবেন তাও পোস্টারে বিস্তারিত জানানো আছে জুন থেকে জুলাই, একমাসব্যাপী চলবে তার সফর। এর মধ্যে নিউ জার্সি, আটলান্টা, ডালাস এবং ভ্যাঙ্কুভারের মতো দেশ রয়েছে। এ ছাড়া কপিল শর্মার হাতে রয়েছে একটি ছবিও। নন্দিতা দাসের একটি সিনেমাতে কাজ করছেন তিনি। এতে তাঁকে একজন ডেলিভারি বয়ের ভূমিকায় দেখা যাবে। কিছুদিন আগে কপিল শর্মাকেও ডেলিভারি বয়ের গেটআপে দেখা গিয়েছিল। আগামী ১১ই জুন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন কপিল শর্মা এবং তিনি ফিরবেন আগামী ৩রা জুলাই। যার কারণে এই শো-এর শুটিং চালু রাখতে পারবেন না তিনি। তবে এই শো-এর কিছু শুটিং আগে থেকেই করে রাখা হচ্ছে যেগুলি নির্ধারিত সময়ে টেলিভিশনে পেশ করা হবে। কপিল শর্মার আমেরিকা ট্যুর শেষ হলেই আবার এই শো চালু হবে ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News