চিনের উপর ভরসা করে এখন ঘোর বিপাকে ভারত পড়শি দেশ

banner

journalist Name : Sutapa Dey Sarkar

#Pravati Sangbad Digital Desk:

জিনিসের এত চড়া দাম হলে সাধারণ মানুষ খাবে কী ? কেজি দরে চালের দাম ৫০০ টাকা, চিনি ২৯০ টাকা। এইভাবে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলির এত চড়া দামে! সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয়। চিনকে ভরসা করেই ঘোর বিপাকে শ্রীলঙ্কা। ভারতের এই প্রতিবেশি দেশ ঋণের দায়ে ডুবে জর্জরিত। চিনসহ একাধিক দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা। দিনে দিনে জিনিসের দাম বাড়ার ফলে সাধারণ মানুষকে অনাহারের দিকে ঠিলে দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কাতে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম হচ্ছে আকাশ ছোঁয়া। ২৯০ টাকা চিনির দাম কেজি দরে, চাল ৫০০ টাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ৭৯০ টাকায় পাওয়া যাচ্ছে ৪০০ গ্রাম দুধ।
শ্রীলঙ্কা থেকে অধিকাংশ মানুষ চেরাপথ দিয়ে ভারতে চলে আসছেন। সূত্রানুযায়ী, চেরাপথ দিয়ে ভারতে প্রবেশ করতে শ্রীলঙ্কার মৎসজীবিরা ৫০ হাজার থেকে ৩ লক্ষ অবধি টাকা দিয়েছেন। সম্প্রতি, মঙ্গলবারও ১৬ জন ভারতে প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে একজন সদ্য দম্পতি ও সদ্যজাত শিশুও রয়েছে। ২২ বছর বয়সী মেরি ও ২৪বছর বয়সী গজেন্দ্র তাঁদের চার মাসের সদ্যজাত শিশুকে নিয়ে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন। শ্রীলঙ্কার বহু মানুষ এখনও ভারতে প্রবেশ করার পরিকল্পনায় আছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি
Related News