#Pravati Sangbad Digital Desk:
প্রভিন বিজয় তাম্বে, যিনি একজন ভারতীয় ক্রিকেটার। মূলত আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর খেলোয়াড়দের মধ্যে সব থেকে বেশি বয়সে অভিষেক ঘটে তার, যা ক্রিকেটের ইতিহাসে এক দৃষ্টান্ত। ৪১ বছর বয়সে আইপিএল এর জন্য বাছাই করা হলেও তিনি কোন দিনই পেশাদারি ক্রিকেট খেলেননি।
প্রভিন বিজয় তাম্বের জন্ম ১৯৭১ সালের ৪ঠা অক্টোবর মুম্বাইয়ে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ফাস্ট বোলার হওয়ার, তার লেগ স্পিন দেখে সন্দীপ পাতিল স্বয়ং মুগ্ধ হয়েছিলেন। ছোটবেলা থেকেই ক্রিকেট ছিল প্রভিন বিজয় তাম্বের ধ্যান জ্ঞান, কিন্তু সেই অর্থে কোন দিনই নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাননি। তিনি ১৯৯৬ সালে মুম্বাইয়ের ঘরোয়া লিগের পার্সি সাইক্লিস্তদের সাথে ক্লাব ক্রিকেট খেলতে শুরু করেন। ২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত মুম্বাইয়ের রঞ্জি দলে থাকলেও তিনি ছিলেন সম্ভাব্য দলে, অর্থাৎ মাঠে নেমে নিজের প্রতিভা প্রদর্শন করতে কোন দিনই পারেননি প্রভিন বিজয় তাম্বে। ২০১৩ সালে তার জীবনে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটে, ৪১ বছর বয়সী প্রভিন বিজয় তাম্বেকে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়েলস দলের জন্য নির্বাচন করা হয়, তবে তিনি কোন দিনই নিজের শহর মুম্বাইয়ের জন্য খেলার সুযোগ পাননি।
আইপিএল শুরুর থেকে ৫ বছর অর্থাৎ ২০১২ পর্যন্ত তিনি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের লিয়জ অফিসার পদে নিযুক্ত ছিলেন। এক অনুষ্ঠানে রাজস্থান রয়ালসের তৎকালীন প্রধান পরামর্শদাতা রাহুল দ্রাবিড় বলে ছিলেন, “যে কোন দিন ফাস্ট ক্লাস ক্রিকেট খেলার সুযোগ পাননি, কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে ডঃ এইচডি কাঙ্গা মেমোরিয়াল ক্রিকেট লিগে পরিশ্রম করে চলেছেন, তার জীবনের এই গল্প সত্যিই অসাধারণ”। ২০১৪ সালের আইপিএলে প্রভিন মুম্বাই ইন্ডিয়ান এর হয়ে আমেদাবাদে কেকেআর এর মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, রায়ান টেন ডোসচেটকে আউট করে হ্যাট্রিক করার জন্য ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কারও অর্জন করেছেন।