Flash News
Monday, September 22, 2025

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রান পূর্ন করলেন স্মৃতি মন্ধনা

banner

journalist Name : Avijit Das

#Pravati Sangbad Digital Desk:

ভারতের প্রমীলা বাহিনীর ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ তিনি, তার ব্যাট কথা বললে ম্যাচের রং যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে, আর প্রতিপক্ষ যদি বাংলাদেশ হয় তার ব্যাট থেকে বড় রানের প্রত্যাশা যে আসমুদ্রহিমাচল করবেই সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচে তার ব্যাট সেভাবে কথা না বললেও তিনি ঢুকে পড়লেন রেকর্ডবুকের আঙিনায়। আন্তর্জাতিক মঞ্চে ৫০০০ রানের মাইলস্টোন পূর্ণ করলেন স্মৃতি মান্ধানা। শুধু তাই নয় চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত ২৫০ রান করে ফেলেছেন তিনি। আজ ওপার বাংলার বিরুদ্ধে তিন ফরম্যাট মিলিয়ে ৫০০০ রান পূর্ণ হলো তার। 
ওপেন করতে নেমে তার দরকার ছিল মাত্র ১৭ রান। এই ছোট্ট রান করাটা তার কাছে শুধু ছিল সময়ের অপেক্ষা। এ দিন ইনিংসের ৬.১ ওভারে সালমা খাতুনকে চার মারার সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে এই ব্যক্তিগত নজির গড়েন মান্ধনা। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে ১৫৭টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহে ছিল ৪৯৮৩ রান। আজ ৫১ বলে ৩টি চারের সাহায্যে ৩০ রান করে আউট হন স্মৃতি। 

তবে আজ দুই ওপেনার স্মৃতি ও শেফালি জুটিতে ৭৪ তুলেছিলেন। তখন মনে হচ্ছিল, ওপেনাররাই হয়তো বড় রান দিয়ে যাবেন। সেখান থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম। ৭৪-০ থেকে ৭৪-৩ হয়ে যায় টিম। টিম ক্যাপ্টেন মিতালি ফেরেন ০ করে, তবে ইয়াসতিকা ভাটিয়ার ৫০ ও পূজা বস্ত্রকারের ৩০ নট আউট টিম ইন্ডিয়াকে ভদ্রস্থ স্কোর করতে সাহায্য করে। 
স্পোর্টসকিদার দেওয়া তথ্য অনুযায়ী স্মৃতি ৪টি টেস্টে ৩২৫ রান সংগ্রহ করেছেন। ৭০টি একদিনের ম্যাচে আপাতত তাঁর ব্যক্তিগত সংগ্রহ ২৭১৭ রান। ৮৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মান্ধনা সংগ্রহ করেছেন ১৯১৭ রান। সুতরাং, ১৫৮টি আন্তর্জাতিক ম্যাচে স্মৃতির এখনও পর্যন্ত ৫০১৩ রান করেছেন। এর আগে তারই টিমের হরমনপ্রীত কৌর এবং মিতালি রাজ শুধুমাত্র ৫০০০ রান টপকে গেছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ ব্যক্তিত্ব খেলা ক্রিকেট
Related News