Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

৩০৩টি শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রিজার্ভ ব্যাংকের

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

৩০৩টি পদের জন্য নিয়োগ শুরু করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সবগুলোই গ্রেড বি অফিসারের পদের জন্য। জানা গেছে প্রার্থীরা আবেদন করতে পারবে ২৮শে মার্চ থেকে আবেদনের জন্য শেষ দিন ঘোষণা করা হয়েছে ১৮ই এপ্রিল। প্রার্থীরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করতে পারবে। ৩০৩টি পদের মধ্যে ২৯৪টি গ্রেড বি অফিসারের পদ এবং ৯টি সহকারি ম্যানেজারের পদ। আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০বছরের মধ্যে। রিজার্ভেশন ক্যাটাগরি দের জন্য বয়সের কিছু ছাড় আছে। আবেদন করার জন্য লিংকটি rbi.org.in তে ২৮শে মার্চ থেকে চালু করা হবে। পরীক্ষাটি দুটি ধাপে হবে একটি লিখিত এবং অপরটি ইন্টারভিউ। লিখিত ধাপে পাশ করলে তবেই পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮শে মে থেকে ৬ই আগস্ট এর মধ্যে। ২১শে মে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য পরীক্ষা নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। লিখিত পরীক্ষা হওয়ার পর হবে ইন্টারভিউ। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা rbi.org.in এ গিয়ে আবেদন করতে পারে ১৮ই এপ্রিলের মধ্যে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি শিক্ষা
Related News