#Pravati Sangbad Digital Desk:
ভারতের সমস্ত অবস্থা নিয়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্বের জন্য এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ বার্তা দিয়েছেন। সম্প্রতি এই সোমবার (২১.০৩.২২) তিনি জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন হওয়ার পরেই ভারতের মধ্যে যে প্রতিক্রিয়া ঘটেছিল তা একটি বিশেষ ব্যাতিক্রম ওয়াশিংটন মিত্রদের মধ্যে। অপরদিকে, ইউরোপীয় ইউনিয়ন এবং এশীয় প্রধান অংশীদারদের সাথে তিনি প্রসংশা করেছেন মার্কিন নেতৃত্বাধীন জোটের।
অন্যদিকে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি কোয়াড গ্রুপের সদস্যরা আর ঠিক এঁদের বিপরীতেই রাশিয়া থেকে তেল কিনতে অব্যাহত হয়েছে ভারত। এমনকী রাষ্ট্রপুঞ্জে ভোটে যোগ দিতে অস্বীকার করেছে মস্কোর নিন্দায় সামিল হয়ে। ওয়াশিংটনে এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে বাইডেন জানিয়েছেন, "একটি ঐক্যফ্রন্ট ছিল প্রশান্তমহাসাগর ও ন্যাটোর"। মার্কিন প্রেসিডেন্টের কথানুযায়ী, "পুরো কোয়াড গ্রুপের মধ্যে বর্তমানে ভারতের অবস্থা বেশ নড়বড়ে। জাপান অত্যন্তই শক্তিশালী পুতিনের সহিত আগ্রাসনের জন্য।"
চলতি সপ্তাহের শুরুর দিকেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি রুশ তৈল সংস্থার সঙ্গে চুক্তিপত্রে সামিল হন, যার আওতায় ৩০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তৈল রাশিয়া থেকে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রানুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের প্রকৃত দামের চেয়ে এই চুক্তিপত্রে ভারতে বেশ মোটা অঙ্কের ছাড়ও দেওয়া হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধেই সেনা অভিযান হয়েছিল। ঠিক তার পর থেকেই একমাসের বেশি গড়াতে চললেও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বরং এই পরিপ্রেক্ষিতেই আমেরিকা সহ যত ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলোর ফাঁস গলায় বিঁধে বসেছে ততই মস্কো তুলে ধরেছে যুদ্ধ নিয়ে অনড় অবস্থা। এমতা পরিস্থিতিতেই সব কূটনীতিকরা মনে করেছেন আন্তর্জাতিক মহলে কোণঠাসা হয়ে পড়া রাশিয়ার সহিত ভারতের এই চুক্তি ভীষণ অর্থবহ। যদিও এই পুরো বিষয়টিতে সরকারের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞমহলরা সমালোচনায় যেতে নারাজ।