#Pravati Sangbad Digital Desk:
ইউজিসি এবার শিক্ষা ক্ষেত্রে আনলো বিরাট পরিবর্তন। এবার আর উচ্চমাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে নয় কলেজে ভর্তি হতে গেলে দিতে হবে পরীক্ষা। সোমবার ইউজিসির আর্থিক নিয়ন্ত্রণে থাকা সব বিশ্ববিদ্যালয়কেই ঘোষণা করে জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয় সাথে সাথে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি কেউ ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতে হবে এবং এই পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই পড়ুয়াদের ভর্তির লিস্ট তৈরি করা হবে। ভর্তির জন্য উচ্চমাধ্যমিকের কাট অফ মার্কসের চিন্তা আর নিতে হবে না। ইউজিসি জানিয়ে দিয়েছে বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরেই এই এন্ট্রান্স পরীক্ষাটি হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে এবং পরীক্ষাটি সম্পূর্ণভাবে অনলাইনে হবে। আবেদন করা যাবে অনলাইনে এবং চাকরির পরীক্ষার মতনই যে কেন্দ্রে তাদের সিট পড়বে সেখানে গিয়ে মাল্টিপল চয়েসের মাধ্যমে তাদের এই পরীক্ষাটি দিতে হবে। ইউজিসির চেয়ারপারসন জগদিশ কুমার বলেন বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হলেই সমস্ত পড়ুয়া এই প্রশংসার যোগ্য হবে।

কিন্তু আগের মত বোর্ডের নাম্বারকে শেষ নীতি হিসেবে নির্ধারণ করা বন্ধ হবে। 'এক দেশ, এক প্রবেশিকা পরীক্ষা' এটি হবে দেশের সমস্ত পড়ুয়াদের জন্য। তবুও তিনি বলেছেন এন্ট্রান্সের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হলেও যদি নুন্যতম মানদণ্ড নির্ধারণ করতে হয় তাহলে তারা দ্বাদশ শ্রেণীর নাম্বার কে প্রাধান্য দিতে পারে। চলতি বছর থেকেই আনা হতে পারে এই নিয়ম এমনটাই সম্ভাবনা করা যাচ্ছে। আগের মত উচ্চমাধ্যমিকের নাম্বার নিয়ে পড়ুয়াদের আর দুশ্চিন্তাগ্রস্ত হতে হবেনা মাপকাঠি যাচাই করা হবে এন্ট্রান্স এর মাধ্যমে। আগে ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে এই নিয়ম থাকলেও ধীরে ধীরে তা কলেজে প্রবেশ করল।