Flash News
Monday, September 22, 2025

দূষণ কমাতে ই-অটোতে জোরে এবার রাজ্যের

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

দূষণ কমাতে ইলেকট্রিক বাস, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক টোটো এবার রাস্তায় নামতে চলেছে ইলেকট্রিক অটোও। বঙ্গের সরকার কলকাতা এবং বিভিন্ন শহরতলীতে দূষণ কমাতে অতি তৎপর হয়েছে। অটোর বাড়বাড়ন্তে দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ। এবার জ্বালানি অটোর বদলে ইলেকট্রিক অটো রাজ্য সরকার বাজারে আনতে চলেছে। অটোর বিভিন্ন মডেলের নিয়ে আসা হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও কিলোমিটারে খরচা অনেকটাই কম হবে ইলেকট্রিক অটোতে। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছেন বলে জানান পরিবহন মন্ত্রী। তিনি ইলেকট্রিক অটোর বিভিন্ন মডেল দেখেছেন। তবে অনেকেই চিন্তায় পড়ে ছিল এই ইলেকট্রিক অটোর জন্য বিপুল পরিমাণে ব্যাটারি রাখা খুব জরুরী। সেই কথা মাথায় রেখে নিউটাউন সল্টলেক এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় ঠিক পেট্রোল পাম্পের মতন বসানো হচ্ছে চার্জিং স্টেশন। এর দ্বারা চার্জ শেষ হয়ে গেলেও যেকোনো স্থানে গিয়ে করে নেওয়া যাবে চার্জ। কলকাতায় ইতিমধ্যে একাধিক ইলেকট্রিক বাস চালু আছে যা চালু করেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম নিজে। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ভবিষ্যতে আরো অনেক ইলেকট্রিক বাস চালু করা হবে বলে জানায় রাজ্য সরকার। রাজ্য সরকার আরও জানায় আগামী কয়েক বছরের মধ্যেই কলকাতা এবং নিউটাউনের বিভিন্ন বাস ডিপো থেকে প্রায় কয়েক হাজার ইলেকট্রিক বাস কলকাতার রাস্তায় নামতে চলেছে। কলকাতায় ইলেকট্রিক বাস চালু হওয়ার ঘটনাটি দুই হাজার কুড়ি সালে গ্লোবাল ইলেকট্রিক ভেহিকেল আউটলুকের রিপোর্টে প্রশংসিত হয়েছে। ইলেকট্রিক ট্রান্সপোর্ট চালু করে চিন, ফিনল্যান্ড এবং চিলির পর কলকাতা চতুর্থ শহর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি প্রকৃতি রাজ্য আজকের দিনে
Related News