#Pravati Sangbad Digital Desk:
হরিয়ানার বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতারা বিনামূল্যে দেখাচ্ছেন এই ছবি। সেগুলি বন্ধ করার জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন বিবেক। জনপ্রিয়তার সমস্যা আছে। হালে দেশ জুড়ে বিপুল জনপ্রিয় হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। আর তার জন্য ব্যবসায়ীক ক্ষতির মুখেও পড়তে পারেন নির্মাতারা। কারণ বেশ কিছু জায়গায় রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই ছবির বিনামূল্য প্রদর্শন শুরু হয়ে গিয়েছে। সেটি বেআইনি বলে দাবি করে, সরকারের কাছে এই ধরনের শো বন্ধ করার আর্জি জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি হরিয়ানা রেওয়ারি এলাকায় এমনই একটি শোয়ের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া সূত্রে। সেই পোস্ট থেকেই জানা গিয়েছে, বিজেপির কয়েক জন নেতা এই শোটির আয়োজন করেছেন। সেটির স্ক্রিনশট টুইট করে বিবেক হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন, এমন শো দেখানো বন্ধ হোক।
কারণ এই বিনামূল্যের শো বেআইনি। তাঁর কথায়, ‘রাজনৈতিক নেতাদের উচিত সৃজনশীল কাজের প্রতি সম্মান রাখা। জাতীয়তাবাদ এবং সামাজিক দায়িত্বের অর্থ টিকিট কেটে, শান্তিপূর্ণভাবে সিনেমা দেখা।’ তবে বিবেকের এই টুইট নিয়ে বিতর্ক হয়েছে। একজন প্রশ্ন তুলেছেন, তাহলে কি পুরোটাই ব্যবসার উদ্দেশ্যে। তাঁর প্রশ্নের উত্তরে বিবেক বলেছেন, ‘এভাবে সিনেমা দেখানোটা বেআইনি। আমি নিশ্চিত, বেআইনি কিছুকে আপনি তোল্লাই দেবেন না।’ রবিবার সন্ধ্যায় হরিয়ানার রেওয়ারিতে এই শোটি হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হয়েছে কি না, তা শেষ পর্যন্ত জানা যায়নি।