Flash News
Monday, September 22, 2025

বিনাপারিশ্রমিকে প্রথমবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে বলিউডের ভাইজানকে

banner

journalist Name : Sutapa Dey Sarkar

#Pravati Sangbad Digital Desk :

আগত চমৎকার দক্ষিণী এই সিনেমাটির নাম 'গডফাদার'। এবার দক্ষিণী সিনেমার অভিনয় জগতে পা রেখেছেন বলিউডের তথা সকলের ভাইজান সুপারস্টার সালমান খান। দক্ষিণী সিনেমার বড় সুপারস্টার চিরঞ্জীবী কোনিডিলের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সালমান খান।
এই দুর্দান্ত খবরটি টুইট করেছেন দক্ষিণী সুপারস্টার। তিনি ভাইজানের ছবিসহ টুইট্যারে লিখেছেন, "এই সিনেমায় আপনাকে বিশেষভাবে স্বাগত জানাই। আপনার সঙ্গে একসাথে কাজ করতে চলেছি এই ভেবে আমি ভীষণ আনন্দিত। দর্শকেরাও খুবই উত্তেজিত হবে এই খবরটি জানলে। আমাদের পুরো টিম আপনার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছে।"
শুধু এখানেই চমকের শেষ নয়। আপনারা কি জানেন যে ভাইজান তার বলিউডের প্রতিটি সিনেমায় ১০০ কোটির মতো পারিশ্রমিক পেতেন, সেই সুপারস্টারই এই সিনেমাতে কত পারিশ্রমিক দাবি করেছেন ? সূত্রের খবরানুযায়ী, এই কথাটি জানলে আপনারা ভেবেই অবাক হবেন যে এই ছবিতে বলিউডের এই নামকরা তারকা সালমান খান কোনও পারিশ্রমিক নেবেন না বলে স্থির করেছেন। আর ইতিমধ্যেই এই কথাটি গোটা বলিউড থেকে শুরু সমস্ত ইন্ডাস্ট্রি তথা দর্শকদের মধ্যে বিশেষভাবে সাড়া ফেলে দিয়েছে।

সূত্র থেকে জানা গেছে, ছবি নির্মাতার সালমান খানকে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দেবেন বলে ঠিক করলে সালমান সেই পারিশ্রমিক নিতে নারাজ হন। তিনি উপরন্তু চিরঞ্জীবীকে জানান, "একটি শর্তেই আমি এই ছবিতে অভিনয় করব এবং শর্ত হল আমায় এই সিনেমার জন্য কোনও পারিশ্রমিক দেবেন না।" কারণ তিনি এই সিনেমাটি চিরঞ্জীবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় নিজের অন্তর থেকে করতে চান। সালমান ও চিরঞ্জীবী জানিয়েছেন, তারা ইতিমধ্যেই ছবির কাজ শুরু করে দিয়েছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News