"যারা ক্ষমতায় আছে তাঁদের কাছে কোনোভাবেই মাথা নত করবো না "- অভিষেক বন্দ্যোপাধ্যায়

banner

journalist Name : Sayani Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আজ কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডি-এর অফিসে হাজিরা দেবেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লি উড়ে যাবার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন। দমদম বিমান বন্দরে দিল্লি যাবার আগে সাংবাদিকদের উদ্দেশে তিঁনি বলেছেন, " বাংলায় হেরে গিয়েছে তাই ওদের এত গাত্রিদাহ। সেই থেকেই প্রতিহিংসার বশে এই ধরণের রাজনীতি করছে। এর শেষ দেখে ছাড়বো আমি। প্রয়োজন হলে উচ্চ আদালতে যাবো। কিন্তু, ক্ষমতায় বসে  আছে, তাঁদের কাছে কিছুতেই মাথা নোয়াবো না। একমাত্র মানুষের কাছেই মাথা নিচু করবো। " তিঁনি আরও  বলেছেন, " কলকাতাতেও তো ইডি-সিবিআই দফতর রয়েছে। সেখানে তো ডাকতে পারে। আসলে বাঙালির মানুষ এদের ল্যাজে-গোবরে করেছে। এদের কাছে মেরুদন্ড বিকোয়নি, তাই এদের এত গায়ে জ্বালা। "
আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেবার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর। তিঁনি এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, " আমি আত্মসমর্পণ করবো না। এ লড়াই যতদিন চলে চলুক। এর শেষ দেখে ছাড়বো। আমি দিল্লি হাইকোর্টে আবেদনও করেছিলাম। এত দিন ধরে শুনানি চলল। তিনমাস ধরে রায় হোল্ডে ছিল। এরপর ১০ মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক পরের দিন আমার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আমি বিচার ব্যাবস্থার উপর আস্থা রাখি। তা সত্বেও বলছি, এতটা কাকতালীয় হতে পারে না। "
ইডি-এর তরফ থেকে এর আগেও ডেকে পাঠানো হয়েছিল অভিষেক ব্যানার্জী ও তার স্ত্রী রুজিরা ব্যানার্জী কে। এবার এত দিন পর সমন জারি হওয়ায় বিতর্ক রাজনৈতিক মহলে। তবে এর আগের বার ইডি-এর তলবকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোটে আবেদন জানিয়েছিলেন তিঁনি। তবে তা খারিজ করে দেয় আদালত।
এর পরিক্ষেত্রীতে তৃনমুল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলেছেন, " ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে যাদের কোনঠাসা করে রেখেছি, অভিষেক তাঁদের মতো নয়। আমি আত্মসমর্পণ করবো না। " 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News