Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

জন্তুদের ভাষা "ডিকোড" করলেন বিজ্ঞানীরা

banner

journalist Name : Sutapa Dey Sarkar

#Pravati Sangbad Digital Desk:

আপনাদের সকলের মনে পড়ে সেই 'বেব' সিনেমার কথা ? মনে পড়ে সেই কেন্দ্রীয় চরিত্রের শুকরছানাটির কথা ? মনে পড়ে সেই 'জঙ্গল বুক' - এর সমস্ত জন্তুদের ? সেই অসামান্য চরিত্র শের খান, বাগিরা, ভালু এদের কথা ? ওখানে দেখা গেছে সকলেই কথা বলত মানুষের ভাষায়। সম্প্রতি, এবারে কৃত্রিম বুদ্ধিমত্তার ডানার সাহায্যে সেই অসাধারণ রূপ কথাকে সত্যি করল বিজ্ঞানীরা। শুরু হল এক নবীন প্রক্রিয়া। জন্তুদের ভাষা ডিকোড করার প্রক্রিয়া। এই নবীন প্রক্রিয়ার সূচনাতই বরাহনন্দন। প্রকৃতভাবে বলতে গেলে, এক ধরনের অ্যালগোরিদম সফটওয়্যারকে বিশেষভাবে ব্যবহার করেই বিজ্ঞানীরা ৪০০ শুকরের 'ডিকোড' তৈরি করেছেন।
এই অসাধ্যসাধনকে পূরণ করে দেখিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ডেনমার্কের বিজ্ঞানীরা। পিগ ট্রান্সলেটার নামক এই সফটওয়্যারটি, যা বিশেষভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে গড়ে উঠেছে, সেটি চোদ্দশোর বেশি অভিব্যক্তিযুক্ত নির্মূলভাবে বিশ্লেষিত। এই সফটওয়্যারের একদিকে রয়েছে তৃপ্তি হওয়ার অর্থাৎ খুশি প্রকাশের ইতিবাচক অভিব্যাক্তি। এছাড়াও অপরদিকে রয়েছে কষ্ট প্রকাশ করার মতো নেতিবাচক অভিব্যাক্তি। এই যন্ত্রের মাধ্যমে জন্ম মৃত্যু থেকে শুরু করে একটি শুকরের সমস্ত অভিব্যক্তিসূচক শব্দ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব। এতটাই স্পষ্ট করে জানিয়েছেন 'ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন'-এর গবেষণা এবং এই নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ডঃ এলোডি ব্রিফার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিজ্ঞান শিক্ষা
Related News