Flash News
Monday, September 22, 2025

ফের একবার উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় সূচির রদবদল

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

উচ্চ মাধ্যমিকের সূচিতে ফের একবার বদল করলো রাজ্য সরকার। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময় সূচি ঘোষণা করলেন। রাজ্যে শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২০১৯ সালে, তারপর ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন করোনা মহামারীর কারণে মাঝ পথেই বন্ধ হয়ে যায় সেই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর কেটে গিয়েছে অনেকটা সময়, গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল অনলাইনে, কিন্তু বর্তমানে পরিস্থিতি আগের তুলনাই অনেকটাই ভালো তাই এবার পরীক্ষা হবে অফলাইনে। কিন্তু তাতেও সমস্যা পিছু ছাড়েনি। এই নিয়ে দ্বিতীয়বার পিছিয়ে গেলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সূচি। 
উল্লেখ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সূচি এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় সূচি অনেক সময় মিলে যায়, আর সেই একই কারণে আরও একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রে আগামী ১২ই এপ্রিল উপনির্বাচন রয়েছে, ১৬ই এপ্রিল প্রকাশিত হবে ফল।

রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন পেছনোর আর্জি জানালেও, সোজা নাকচ করে দেয় নির্বাচন কমিশন। গতকাল নবান্নে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য স্কুল শিক্ষা সচিব, মুখ্যসচিব এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের উচ্চপদস্ত কর্তারা। আগের সূচিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৬শে এপ্রিল কিন্তু নতুন পরিবর্তিত তালিকা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ঠিক তার পরের দিন অর্থাৎ ২৭শে এপ্রিল। 
গতকাল নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বছর পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট ৬ হাজার ৭২৭টি, পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত”। এই বছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষের কাছাকাছি, যার মধ্যে ছাত্রী সংখ্যা ৪ লক্ষ এবং ছাত্র সংখ্যা ৩ লক্ষ। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি -
২শরা এপ্রিল প্রথম ভাষা, ৪ঠা এপ্রিল দ্বিতীয় ভাষা, ৫ই এপ্রিল ভোকেশনাল সাবজেক্ট, তারপর পরীক্ষা হবে ১৬ই এপ্রিল গণিত, ইতিহাস, সাইকোলজি, অ্যানথ্রোপলজি।মাঝে ১৭ই এপ্রিল রবিবার তার পরের দিন অর্থাৎ ১৮ই এপ্রিল অর্থনীতি, ১৯শে এপ্রিল কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্ট। ২০শে এপ্রিল দর্শন, কমার্শিয়াল, সোশিওলজি। ২২শে এপ্রিল ফিজিক্স, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি, এডুকেশন। ২৩শে এপ্রিল স্ট্যাটিসটিক্স, জিওগ্রাফি, হোম ম্যানেজমেন্ট, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। ২৬শে এপ্রিল কেমিস্ট্রি, জার্নালিজম, আরবি, পার্সি, সংস্কৃত, ফ্রেঞ্চ, আরবি এবং ২৭শে এপ্রিল বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ। তবে ভোকেশনাল বিষয়গুলির জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News