#Pravati Sangbad Digital Desk:
কোভিডের ধাক্কা সামলে ধীরে ধীরে গোটা পৃথিবীতেই অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে। রাজ্যে আরও শিল্পায়নের লক্ষ্যে ও অর্থনীতির চাকা ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে এবারে আয়োজিত হচ্ছে বিজিবিএস বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। আর সেই আয়োজনে খামতি না রাখতে সবদিক থেকে আয়োজন সেরে রাখতে চাইছে রাজ্য সরকার। এবারের বিজিবিএস-এর দিকে তাকিয়ে রয়েছে রাজ্য। সর্বত্রই রয়েছে তার প্রস্তুতি আগামী ২০ ও ২১শে এপ্রিল এই বাণিজ্য সম্মেলন আয়োজন করা হবে। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে বাংলার শিল্পের পালে আরও বেশি করে হাওয়া দিতে এই শিল্প সম্মেলন যে মুখ্য ভূমিকা পালন করতে চলেছে, তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, এ বারে সম্মেলনে অন্তত ৩০টি দেশের প্রতিনিধিরা হাজির থাকতে পারেন। কথা রয়েছে, এবারের সম্মেলন উদ্বোধন করতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তারই প্রস্তুতি রয়েছে চরমে। জানা গিয়েছে, এই বৈঠকে আমেরিকা, ব্রিটেন জাপান সহ একাধিক দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং দূতাবাসের আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, অমিত মিত্র এই বৈঠকে বিশ্বের সামনে যে তথ্য তুলে ধরেছেন তাতে খুশি ভিন দেশের প্রতিনিধিরা। শুধু তাই নয়, এপ্রিল মাসে হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেও অন্তত ৩০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত কয়েকমাস আগেই দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁর হাত ধরেই উদ্বোধন হবে। এমনটাই খবর। এমনকি মুম্বইতে গিয়েও একাধিক শিল্পপতিকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সম্প্রতি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাণিজ্য সম্মেলনে হাজির থাকার বার্তা দিয়েছেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানিও। শুধু তাই নয়, বাংলাতে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের কথাও দিয়েছেন আদানি। সব মিলিয়ে সবদিক থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে যাতে সফল হয় সেই চেষ্টা চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা।