Flash News
    No Flash News Today..!!
Sunday, January 11, 2026

হঠাৎই রোষানলের শিকার রোহিত শর্মা

banner

journalist Name : Avijit Das

#Pravati Sangbad Digital Desk:

দোল উৎসবের রোশনাইয়ে মজে দেশ। বাদ যাননি কোনো তারকারাও, কখনো ক্রিকেট মহল থেকে কখনো কলাকুশলীরা সবাই মেতেছেন দোল উৎসবে তবে দোল উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পড়লেন রোহিত শর্মা, চূড়ান্তভাবে ট্রোলের সম্মুখীন  হলেন তিনি; এমনকি তার পত্নী রীতিকাকেও  টেনে আনা হলো এই প্রসঙ্গে। তবে কিসের রোষানলের মুখোমুখি হতে হলো তাকে? আসলে দেশবাসীকে হোলির শুভেচ্ছাবার্তা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন রোহিত, সঙ্গে তার স্ত্রী রীতিকা রয়েছেন ভিডিওটিতে। আসলে মজার ছলে বানানো এই ভিডিওটির ক্যাপশন পড়েই চটেছেন নেটিজেনদের একাংশ।
ক্যাপশনে রোহিত লিখেছেন" সকলকে হোলির শুভেচ্ছা। সবাই আনন্দ করুন তবে আমাদের পোষ্য বন্ধুদের কথা মনে রাখবেন তাদের গায়ে রং দেবেন না"। আর তার এই ক্যাপশন পরেই চটেছেন নেটিজেনরা। টুইটার প্রায় উত্তাল হয়ে ওঠে রোহিতের নিন্দায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন" বিফ, মুরগির মাংস খেয়ে আবার সারমেয়দের নিয়ে জ্ঞান দিচ্ছেন।"  অনেকে আবার রোহিতপত্নী রীতিকা টেনে এনে লিখেছেন হ্যাশট্যাগ "রীতিকা আপনা কুত্তা সামাল"।

প্রসঙ্গত বলা চলে একবার সকলের সামনে প্রকাশ্যে আসে রোহিত শর্মার গোমাংস খাওয়ার বিলটি। তবে পশুদের জন্য একান্তপ্রাণ রোহিতকে এবারে একবারই ছাড়লেন না নেটিজেনরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News