Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

LIC পলিসির সঙ্গে লিঙ্ক করাতে হবে এবার আধার কার্ডও : কী ভাবে করবেন?

banner

journalist Name : Debopriya Banerjee

#Pravati Sangbad Digital Desk:

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড জুড়তে বলেছে সরকার। অতীতেও বার বার এই সময় সীমা বাড়ানো হয়েছে। এবার নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ করার নির্দেশ দিয়েছে মার্কেট রেগুলেটর অথরিটি। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে বিনিয়োগকারীদের সমস্যার মুখ পড়তে হবে। এমনটা আগাম জানিয়ে রেখেছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এবার সেই একই রাস্তায় হেঁটেছে এলআইসি। সব পলিসি হোল্ডারদের প্যানের সঙ্গে এলআইসি পলিসি জুড়তে বলেছে সংস্থা। অফলাইন এবং অনলাইন-উভয় পদ্ধতিতেই গ্রাহকরা তাঁদের এলআইসি পলিসির সঙ্গে আধার লিঙ্ক করতে পারেন। সরকার পলিসিহোল্ডারদেরকে ১০ শতাংশ ছাড় দিয়ে শেয়ার দিলেও শেয়ার বাজারে তালিকাভুক্তির পরে এলআইসির মূল্য ১০ থেকে ১৫লক্ষ কোটি টাকা হতে পারে। প্রায় ১০ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ সেবির নিয়ম অনুসারে, এলআইসিকে কমপক্ষে ৫৫,০০০কোটি টাকার আইপিও আনতে হবে এবং যদি বাজারের ক্যাপিটাল ১৫লক্ষ কোটি টাকা ধরা হয়, তবে তার আইপিও আনতে হবে ৮০,০০০কোটি টাকা।
অনলাইনে এলআইসি পলিসির সঙ্গে আধার লিঙ্ক করার পদ্ধতি:
১ । প্রথমে এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২। এবার ‘লিঙ্ক আধার অ্যান্ড প্যান টু পলিসি’ অপশন ক্লিক করতে হবে।
৩। এই লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে। পেজে এলআইসি পলিসির সঙ্গে আধার ও প্যান লিংকের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা আছে। পুরোটা খুঁটিয়ে পড়ার পরে 'প্রসিড'-এ ক্লিক করতে হবে।
৪। তারপর ফর্মের মধ্যে সমস্ত বিস্তারিত তথ্য দেওয়ার পর, একটি মেসেজ আসবে। সেখানে বলা হবে পলিসির সঙ্গে আধার যোগের প্রক্রিয়াটি সফলভাবে নথিভুক্ত হয়েছে।
৫। এবার ডিক্লারেশনে ক্লিক করে ক্যাপচা কোড এন্টার করতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘গেট ওটিপি’-তে।
৬। ওটিপি সাবমিট করার পরে লিঙ্কের জন্য রেজিস্ট্রেশনের মেসেজ আসবে।
৭। ইউআইডিএআই-এর থেকে এলআইসি নথি যাচাই করার পরে এসএমএস বা ইমেলের মাধ্যমে নিশ্চিতকরণের মেসেজ পাঠাবে। ভেরিফিকেশনের জন্য কয়েক দিন লেগে যেতে পারে।

অফলাইনে এলআইসি-র সঙ্গে আধার লিঙ্ক করার পদ্ধতি : ১। এলআইসি-র ওয়েবসাইট থেকে পলিসি এবং আধার লিঙ্ক করার ফর্ম ডাউনলোড করতে হবে। এই ফর্ম এলআইসি-র প্রতিটি ব্রাঞ্চ অফিসেও পাওয়া যায়। সেখান থেকেও সংগ্রহ করে নেওয়া যায়।
২। ফর্মটি সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথির (আধার এবং প্যান কার্ড বা ফর্ম ৬০) ফটোকপি সেল্ফ-অ্যাটেস্টেড করে এলআইসি শাখা অফিসে সংশ্লিষ্ট অফিসারের কাছে জমা দিতে হবে।
৩। এলআইসি পলিসির সঙ্গে আধার লিঙ্ক হলে সংশ্লিষ্ট বিমাকারীর মোবাইল নম্বরে একটি কনফার্মেশন মেসেজ যাবে।
৪। আধারের সঙ্গে এলআইসি পলিসি লিঙ্ক হতে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News