#Pravati Sangbad Digital Desk:
গোটা রাজ্যে করোনায় গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন মাত্র ১ জন। গতকালও সংখ্যায় বেশ কম ছিল মৃতের হার। মোট মৃত্যু হয়েছিল ২১ হাজার ১৮৯ জনের। ২৪ ঘন্টায় সেই করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১২৫ জন।
গতকালের চেয়ে আবারো খানিক বাড়ল রাজ্যে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বশেষ বুলেটিন অনুযায়ী রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত, করোনায় নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪৩ জন। সোমবারে আক্রান্তের এই সংখ্যাটি ৩৫ জনের মধ্যে স্থিত ছিল। গোটা রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০ লক্ষ ১৬ হাজার ৫১৬।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে মাত্র ১ জন প্রাণ হারিয়েছেন। গতকালও এই সংখ্যাটি ১ জনেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৮৯ জন। শেষ ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২৫ জন।
অন্যদিকে, দেশের কোভিড গ্রাফ ফের উর্ধমুখী। দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৩ হাজারের নীচে। কিন্তু গতকালের তুলনায় সংক্রমণের মাত্রা বাড়ল। গত ২৪ ঘন্টায় দেশে মঙ্গলবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালে ছিল ২ হাজার ৫০৩ জন।
দৈনিক মৃত্যুর সংখ্যা এক লাফে অনেকটাই বাড়ল। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যা গতকালে ছিল ২৭। দেশে মোর এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৯৭৪ জনের। একদিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৭২২ জন। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা হল ৩৩ হাজার ৯১৭ জন। ০.৩৭ শতাংশ দৈনিক পজিটিভিটি রেট। করোনা মুক্ত হয়েছেন এখনও পর্যন্ত ৪ কোটি ২৪ লক্ষ ৪৬ হাজার ১৭১ জন। অন্যদিকে ১৭ই মার্চ দোলের জন্য রাত্রিকালীন বিধিনিষেধে থাকছে ছাড় রাজ্যে। করোনার বিধি-নিষেধ বহাল থাকবে ৩১ মার্চ পর্যন্ত। আগামী ১৭ই মার্চ রাত ১২ টা থেকে ভোর ৫ অবধি থাকছে বিধি-নিষেধ ছাড়। মঙ্গলবার নবান্নের তরফ থেকে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।