Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

banner

journalist Name : Avijit Das

#Pravati Sangbad Digital Desk:

নখদাঁতহীন শ্রীলঙ্কাকে হারাতে যে খুব একটা বেগ পেতে হবে না সে আশা হয়তো প্রত্যেক ভারতীয় সমর্থকের নতুন টিম ক্যাপ্টেন রোহিত শর্মার উপর ছিল ; আর শুধু প্রয়োজন ছিল হাতে কলমে পরীক্ষা করে দেখানোর। যা দিন-রাতের ম্যাচে স্টেডিয়ামে বুঝিয়ে দিল ব্লিড ব্লু। শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে ২-০ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে আরো একধাপ এগিয়ে গেল রোহিত শর্মা এন্ড কোং ।
বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ২৫২ করার পর দ্বিতীয় ইনিংসে ভারত ৯ উইকেটে ৩০৩ করে ইনিংস ডিক্লেয়ার করে। ভারত ৪৪৭ রানে লিড নেয়। গতকাল দিনের শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে ২৮ রান করেছিল। ৪১৯ রানে পিছিয়ে দিমুথ করুণারত্নের দল। দ্বিতীয় টেস্ট জেতার জন্য ভারতের দরকার ছিল ৯ উইকেট। আগে থেকেই টেস্ট জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল টিম।
গতরাতের অপরাজিত ব্যাটার করুণারত্নে (১০) ও কুশল মেন্ডিস (১৬) এদিন খেলা শুরু করেন। করুণারত্নে-মেন্ডিস জুটি এদিন ভালই শুরুটা করেছিলেন। মেন্ডিস ৬০ বলে ৫৪ রান করে আর অশ্বিনের বলে আউট হয়ে যান। তাঁকে স্টাম্প করেন ঋষভ পন্থ। মেন্ডিস ফেরার পর থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে শ্রীলঙ্কা। 

একমাত্র ক্রিজ কামড়ে পড়েছিলেন ক্যাপ্টেন করুণারত্নে। ২২৮ মিনিট ক্রিজে থেকে ১৭৪টি বল ফেস করে তিনি করেন ১০৭ রান। অধিনায়কের দারুণ সেঞ্চুরিও এদিন কাজে আসেনি। কারণ তাঁর হাত শক্ত করার কাজটা আর কোনও ব্যাটারই করতে পারেননি। করুণারত্নে ও মেন্ডিস বাদে দলের আট ব্যাটার দশ রানের মধ্যে সাজঘরে ফিরে যান। দ্বিতীয় ইনিংসে বল হাতে ঝলসালেন আর অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন আজ টপকে গিয়েছেন ডেল স্টেইনকে।  তিনি চার উইকেট তুলে নেন। তিন উইকেট পান জসপ্রীত বুমরা। একটি উইকেট জাদেজার ও জোড়া উইকেট অক্ষর প্য়াটেলের। শ্রীলঙ্কা গুটিয়ে গেল ২০৮ রানে।
তবে ম্যাচের সেরা হওয়ার পর পন্থ এদিন বলছেন,"আমার মনে হয় ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে আরও বিবর্তনের প্রয়োজন। অতীতের ভুলগুলি থেকে শিখে আমি উন্নতি করতে চাই। কঠিন উইকেটে দ্রুত রান তুলতে হবে। এটা মাথায় ছিল না। সেভাবেই খেলেছি। আমার কাছে বিষয়টি আত্মবিশ্বাসের। আগে কী হারিয়েছি তাই নিয়ে অনেক ভাবতাম। এখন প্রক্রিয়ার ওপর ফোকাস করি।" ঋষভের প্রসঙ্গে রোহিত বলেছেন, "ঋষভ প্রতি ম্যাচে আরও ভাল হয়ে উঠছে। বিশেষত এরকম পরিস্থিতিতে। গতবছর ইংল্যান্ড সিরিজে দেখেছি। এখন আবার দেখলাম। কয়েকটি ক্যাচ ও স্টাম্পিং বুঝিয়ে দিয়েছে ও কতটা আত্মবিশ্বাসী।"  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News