#Pravati Sangbad Digital Desk:
"ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল"..... এই গান কানে বাজলেই বাঙালির মনে জেগে ওঠে বসন্ত উৎসবের আনন্দ-আমেজ। কিন্তু এবছরও শান্তিনিকেতন এই আনন্দ-আমেজে ভাটা পড়েছে। গত দুবছর ধরে করোনার প্রকোপে বন্ধ রাখা হয়েছিল বিখ্যাত শান্তিনিকেতনের দোলৎসব। এবছর আবারও বন্ধ হয়ে গেল এই রঙিন অনুষ্ঠান। বন্ধ রাখা হল ঐতিহ্যবাহী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। কিন্তু কী কারণে বন্ধ হয়ে গেল এই উৎসব?
সূত্রের খবর, এ বছরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র আন্দোলনকেই এই উৎসব বন্ধ হওয়ার বিশেষ কারণ হিসাবে জানিয়েছেন। কতৃপক্ষের মতে ছাত্রদলের অচলাবস্থাই এই উৎসব বন্ধ হওয়ার একান্ত কারণ। আগামীকাল ১৮ই মার্চ বিশ্বভারতীর সমস্ত কর্মী পরিষদদের রঙমাখার দিনে বসন্ত উৎসব করার পরিকল্পনা ছিল। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কর্মী পরিষদের অন্যতম সদস্য গৌতম সাহা বাবু এবং কিশোর ভট্টাচার্য মহাশয় বিশেষভাবে জানিয়েছেন, বিশৃঙ্খলভাবে ছাত্র আন্দোলনের দরুণ আশ্রমে অশান্ত পরিবেশ তৈরী হওয়ার জন্যই এবছর বন্ধ করে দেওয়া হয়েছে এই ঐতিহ্যবাহী দোলৎসব।
এ প্রসঙ্গে বলা যায়, সম্প্রতি টানা ১৭ দিন ধরে হোস্টেল খোলা নিয়ে চলছে এক জোড়দার ছাত্র আন্দোলন। এই আন্দোলনেই বিশ্বভারতী প্রাঙ্গণ কার্যতভাবে ভীষণ উত্তপ্ত। আন্দোলন শুরুর একদম প্রথম দিন থেকে মোট চারদিন মতো ছাত্র-ছাত্রীরা ঘেরাও করে রেখেছিলেন রেজিস্টার আশিস অগ্রবালকে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের মধ্যে। তারপরে আদালতের নির্দেশানুযায়ী তিনি মুক্তি পান। কিন্তু আবারও সোমবার তিনি ঘেরাও হন। ঘটনাচক্রে তিনি নিজেই কর্মসচিবের পদ থেকেই পদত্যাগ করেছেন।