Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আরও এক ধাপ এগিয়ে ডিজিটাল ইন্ডিয়া ! ইউপিআই লেনদেন এবার থেকে ইন্টারনেট ছাড়াই

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকেই জোর দিয়েছেন ডিজিটাল ইন্ডিয়া মিশনে, এক কথায় এই ডিজিটাল ইন্ডিয়া মিশন তাঁর স্বপ্নের প্রকল্পও বলা যেতে পারে। ২০১৪ সালে দিল্লীর মসনদে বসার পর থেকেই ভারতকে ডিজিটাল দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টায় করেছেন তিনি, ধীরে ধীরে সফলের পথেও এগিয়ে গেছেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলির মধ্যে অন্যতম প্রকল্প হল এই "ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প।" ভারতের মতো উন্নয়নশীল দেশে যেখানে একটা বিশাল পরিমাণে জনগণ গ্রামে বসবাস করেন, যাদের অনেকের কাছে স্মার্ট ফোন তো দূরে থাক অন্য কোন ফোনই নেই,সেই সমস্ত মানুষের কাছে এই ডিজিটাল ইন্ডিয়া মিশন ছিল হাস্যকৌতুক বিষয়।
এর পাশাপাশি ডিজিটাল লেনদেনে ঝুঁকিও অনেক বেশি, অনেক সময় অসাধু চক্রে পা দিয়ে মানুষ তার সঞ্চিত অর্থ হারিয়ে বসেন, সেই সব বাঁধা পেরিয়ে ডিজিটাল ভারত বা ডিজিটাল লেনদেন স্বার্থক করে তোলা বেশ কষ্ট সাধ্য বিষয়। ২০২২- ২৩ অর্থবর্ষের বাজেট শুরুর প্রথম দিনেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জোর দিয়ে ছিলেন ডিজিটাল লেনদেনের ওপর, তার সাথে দেশে মান্যতাও পেয়েছে ক্রিপ্টো কারেন্সি।

এবার কেন্দ্রের প্রকল্পকে বাস্তবায়িত করে তুলতেই ১২৩পে নিয়ে এগিয়ে এলো ভারতীয় রিসার্ভ ব্যাঙ্ক। সাধারণত ডিজিটাল বা অনলাইন লেনদেন করতে গেলে দরকার পরে ইন্টারনেট পরিষেবার, কিন্তু ভারতের অনেক জায়গায় এখনও সেই ভাবে ইন্টারনেট পরিষেবা কাজ করে না বললেও ভুল কিছু বলা হবে না, আবার ইন্টারনেট থাকলেও রিচার্জ প্যাক শেষ হয়ে যায় বাফারিং করতেই, তাই ভারতীয় রিসার্ভ ব্যাঙ্কের এই নতুন পরিষেবা, যার ফলে উপকৃত হবে দেশের প্রায় ৫০ কোটির কাছাকাছি মানুষ। রিসার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এই নতুন পরিষেবা ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করবে, ফলে উপকৃত হবেন অনেকেই। রিসার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এই নতুন ১২৩পে পরিষেবা কাজ করবে ৪টি ভিন্ন উপায়ে। মিসড কলের মাধ্যমে, কি প্যাড ফোনে অ্যাপ নামিয়ে, আইভিআর কল করে অথবা প্রক্সিমিটি সাউন্ড বেস সাউন্ড এর মাধ্যমে। তাছাড়া এই নতুন ব্যবস্থার মাধ্যমে করা যাবে বিল পেমেন্টও এবং নিজের ভাষা বাছাইয়ের সুযোগও দেবে এই নতুন পরিষেবা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এনপিসিআই বা ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু করেছে। নাম্বারগুলি হল- ১৪৪৩১, ১৮০০ ৮৯১ ৩৩৩৩।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News