Flash News
Monday, September 22, 2025

ক্ষোভের মুখে দক্ষিণ- পূর্ব রেল, অন্যদিকে চাকরি প্রার্থীদের নিয়োগের সময়সীমা বেঁধে দিল আদালত

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk :

হাইকোর্টের রোষের মুখে দক্ষিণ পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেলের বিরুদ্ধে উঠেছে আদালত অবমাননার অভিযোগও। ঘটনার সুত্রপাত বেশ কিছু মাস আগে, পূর্ব মেদিনীপুরে রেলের প্রকল্পের জন্য দরকার ছিল কিছু জমির, সেই মতো পূর্ব মেদিনীপুরের ৩ পরিবারের কাছ থেকে রেল জমি গ্রহণ করে, তবে রেলের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল ৩ পরিবারের ১ জন করে রেলের চাকরি পাবেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও চাকরি পাননি তারা কেউই, অন্যদিকে চাকরি নিয়োগের সময়সীমা পেরিয়ে গিয়েছে অনেকদিন। শেষ পর্যন্ত ৩ পরিবার সেন্ট্রাল ট্রাইবুন্যালে মামলা করেন, সেন্ট্রাল ট্রাইবুন্যাল মামলাকারীদের পক্ষেই রায় দেন, কিন্তু এত কিছুর পরেও চাকরির নিয়োগপত্র হাতে পাননি ৩ পরিবারের কেউ।
এরপরে তারা দারস্থ হন কোলকাতা হাইকোর্টের, শুধু তাই নয় রেলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও তোলেন তারা। শুক্রবার সেই মামালার শুনানি ছিল, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলার নিস্পত্তি ঘটে। এদিন আদালতে রেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলের জিএম বা জেনারেল ম্যানেজার অর্চনা জোশি।

বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলাকারীদের বক্তব্য শোনার পরে রেলের তরফ থেকে বক্তব্য শুনতে চান। অভিযোগের ভিত্তিতে রেলের তরফ থেকে জানানো হয়, “রেলের পক্ষ থেকে চাকরি দেওয়ার জন্য ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে, কিন্তু তা করতে এবং চাকরি প্রার্থীদের নথি পত্র খতিয়ে দেখতে ৫ মাস মতো সময় লাগবে”, শুধু তাই নয় রেলের তরফ থেকে আরও জানানো হয়, “মামলাকারী এই ৩ জন ছাড়াও চাকরি প্রার্থীর তালিকাই আরও ৫৬০ জনের নাম রয়েছে”, এ কথা শোনার পরেই দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তীব্র ক্ষোভের মুখে পড়েন। আদালতের পক্ষ থেকে আগামী ৩শরা মে এর মধ্যে চাকরি প্রার্থীদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়, তার সাথে বলা হয়, ৩শরা মে এর মধ্যে নিয়োগ হয়েছে কিনা তা যেন রেলের তরফ থেকে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আদালতকে জানানো হয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News