#Pravati Sangbad Digital Desk:
বলিউডে প্রথম থেকে নিজের জায়গা তৈরী করে নিতে না পারলেও আস্তে আস্তে নিজের যোগ্যতা দিয়ে তৈরী করে নিয়েছেন নিজের জায়গা। চরিত্র হোক বা অভিনয় যোগ্যতা কোনো দিক থেকেই তাকে মাত দেওয়া সহজ কাজ নয়। তিন দশকেরও বেশি সময় ধরে বড়ো পর্দায় দর্শকের মন কেড়ে আসছে এই অভিনেতা। কার কথা বলছি? নাহ, সে আর কেউ না, সে বলিউডের সিংগম, অজয় দেবগন। তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও সফল অভিনয়শিল্পী। ১০০ এরও বেশি সিনেমায় অভিনয় করেন তিনি। নিজের কাজের জন্যে নানা পুরস্কারের সাথে সাথে ২০১৬ সালে "পদ্মশ্রী" পুরস্কার ও লাভ করেন বিশাল বিরু দেবগন। ১৯৯১ সালে "ফুল অউর কাঁটে" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন৷ এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন৷ আর সেই কথা মাথায় রেখেই ও টি টি প্লাটফর্মে পা রাখতেই ঘটলো সেই ঘটনা। প্রথম কিস্তিতেই মাত দিলেন অজয় দেবগণ। গত শুক্রবার অর্থাৎ ১১ মার্চ ২০২২ মুক্তি পায় তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ "রুদ্র : দ্যা এজ অফ ডার্কনেস" , সবার পরিচিত হটস্টার প্লাটফর্মে। প্রথম থেকেই তাকে "সিংগম" এ পুলিশ অফিসারের চরিত্রে দেখে তার অনুরাগীরা এক কথায় মন্ত্রমুগ্ধ হয়ে যায়। আবারও ঘটলো সেই ঘটনা। "রুদ্র : দ্যা এজ অফ ডার্কনেস" এ তাকে আবারও দেখা গেলো এক পুলিশ অফিসারের ভূমিকায়।
আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড এর পরই আবারও আনন্দে ফেটে পড়ে তার ভক্তরা। মুম্বই এর গলিতে গলিতে ছড়িয়ে থাকা অন্ধকারের মাঝেই কাজ তার। মুম্বই থানার ডিসিপি তিনি। অপরাধ আর ক্রিমিনাল দুটোই তার হাতের তালুর মধ্যে। ইতিমধ্যে যারা ওয়েব সিরিজ টা দেখে ফেলেছেন তাদের কাছে বেস্ট অফ দ্যা বেস্ট ক্রাইম থ্রিলার ছবির শিরোনাম পেয়েছে এটি। ছবিতে অজয় দেবগন ছাড়াও দেখা গেছে দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নাও। তাদের সাথে সাথে পরিচালক রাজেশ মাপুস্করকেও প্রশংসায় ভরিয়ে রেখেছে দর্শকেরা। অনুরাগীদের মতে ৬টি এপিসোড মাতিয়ে রেখেছে অজয়ের লুক, থ্রিলার, গল্প এবং সবার সূক্ষ্ম অভিনয়। তাদের তীক্ষ্ণ অভিনয় জমে তুলেছে কাহিনীকে। ৬টি এপিসোডে থ্রিলার এর টানটান মুহূর্ত আরোও জীবন্ত করে তুলেছে মোবাইল এবং ল্যাপটপ এর স্ক্রিনে। প্রতিটা এপিসোড নতুন নতুন অপরাধ এবং নতুন ভাবে সলিউশন স্ক্রিনে আটকে রেখে দিয়েছে দর্শকদের। ৫২ বছরেও তার লুক আটকে রেখে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে নতুন করে। রহস্যের জাল বিস্তার করেছে জটিল থেকে আরো জটিলভাবে। চেনা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষটা অপরাধের অন্ধকার কে যে এভাবে গ্রাস করে নিতে পারে সেটা প্রকাশ পেয়েছে এই সিরিজে। জয় জয় কার পরে গেছে ও টি টি প্লাটফর্মে। এর সাথে "রুদ্র : দ্যা এজ অফ ডার্কনেস" জানিয়ে দিয়ে গেছে দাপুটে পুলিশ অফিসারেরাও মানুষ। আর মানুষ মাত্রই ভুল হয়। নতুন রূপে ফিরে এসে সবার মন আবারও জয় করে নিয়েছে বলিউডের সিংগম।