Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, বৃষ্টির আশঙ্কা রাজ্যে

banner

journalist Name : SANGITA RANA

#পশ্চিমবঙ্গ:

নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আমেজ পেয়েছিল পশ্চিমবঙ্গবাসী। অনেক জায়গায় সঙ্গে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল স্বাভাবিকের থেকে ডিগ্রি নিচে।

ফের নিম্নচাপ পশ্চিমবঙ্গে।  দক্ষিণ বঙ্গোপসাগরের এক নিম্নচাপের থেকে উৎপন্ন হওয়া জলীয় বাষ্প উত্তরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।  তার জেরে শীতের আমেজ কমতে পারে রাজ্যে। আগামী দিন আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে,২৪ ঘন্টা অর্থাৎ ১২ নভেম্বর শুক্রবার সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো ছিল। তবে পরের  ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ নভেম্বর শনিবার সকালের মধ্যে দার্জিলিং- হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী থেকে দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে - ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে তামিলনাড়ুতে চলছে প্রবল বর্ষণ। সেখানে আগামী দিন প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। তার প্রভাব বাংলাতেও পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপটি তামিলনাড়ুর দিকে সরে গেলেও প্রচুর পরিমানে পূবালি হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। যার জেরে তাপমাত্রা ফের বাড়বে। শীতের আমেজে ধাক্কা খাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দিন তামিলনাড়ুর একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চেন্নাই সহ একাধিক জায়গা ভাসছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।

কলকাতায় শীতের আমেজ পড়েছে কালীপুজোর সময় থেকেই। জেলা গুলির তাপমাত্রা আরও কমেছে। সকালের দিকে আকাশে কুয়াশা দেখা যাচ্ছে জেলাগুলিতে। আগামী কয়েকদিন সকালের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভোরের দিকে এবং রাতে তাপমাত্রা কমলেও দিনে উষ্ণতা থাকবে। তবে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে। উপকূলবর্তী জেলা গুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে২৪ ঘন্টায় অর্থাৎ ১২ নভেম্বর শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াও শুকনো থাকলেও  পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ নভেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেসব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী - দিন রাতের তাপমাত্রা - ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়াও শুকনো থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এবার উত্তর বঙ্গের তাপমাত্রা একটু তাড়াতাড়ি কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা নামবে বলে জানা গেছে।  উত্তরে হাওয়ার কারণে তাপমাত্রার এতো পারদ নামছে  বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাতের দিকে বেশি শীত অনুভূত হবে। দিনের বেলায় মনোরম হবে আবহাওয়া। ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে বলে সতর্ক করা হয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের তাপমাত্রা কিছুটা কমবে বলেও  জানা গিয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রকৃতি
Related News