#Pravati Sangbad Digital Desk:
ফের একবার সাকিব আল হাসান হয়ে উঠলেন বাংলাদেশ ক্রিকেটের আলোচ্য বিষয়,বেশ কিছুদিন আগেও তাকে ঘিরে উত্তাল ছিল বাংলাদেশের ক্রিকেট মহল,বেতন না দেওয়ার মতো অভিযোগের আঙ্গুলে তিনি বিদ্ধ করেছিলেন বিসিবিকে, আর এবার আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে অনাগ্রহ এই ইস্যুতে তাকে নিয়ে বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
দুবাই যাওয়ার আগে গত বুধবার বিমানবন্দরে সাকিব বলেন, সদ্যসমাপ্ত আফগানিস্তান সিরিজে নিজেকে দলে ‘প্যাসেঞ্জার’ মনে হয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকা সফরে খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থা তাঁর নেই বলেও জানান সাকিব। তার কথায়, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। এ কারণেই আমার মনে হয়, আমি যদি একটা বিরতি পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে’—বিমানবন্দরে বলেছেন সাকিব।
তবে এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, এভাবে চললে তাঁরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন, যা পছন্দ হবে না ক্রিকেটারদের। আজ প্রায় একই রকম প্রতিক্রিয়া জানালেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদও, ‘সাকিব যেহেতু আইপিএলে খেলছে না, সাকিবের কাজটা কী? দল পেলে তো আইপিএলেই খেলতে যেত!’
তবে এই মুহূর্তে তাকে বিশ্রাম দিয়েছে বোর্ড । তবে বিসিবির চুক্তিতে থাকা সাকিব এবং অন্য সিনিয়র ক্রিকেটারদের নিয়মিত বিশ্রাম কিংবা বিরতি চাওয়া নিয়ে বিরক্তিও জানিয়েছেন মাহমুদ, ‘এখনই যথার্থ সময়। বারবার এমন হতে পারে না যে চাইলাম খেললাম না, চাইলাম খেললাম। শুধু সাকিবকে না, ওদের সবাইকে ছাড়াই খেলার কথা ভাবতে হবে ।