Flash News
Monday, September 22, 2025

ছিপকলি’র পরে আবার ফিরছে মিমো! আসছে দ্বিতীয় ছবি "অশনি"

banner

journalist Name : Aankhi Banerjee

#Pravati Sangbad Digital Desk:

অশনি, নাম টা শুনলেই গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে। অনেক প্রশ্ন, না জানা কথা ঘুরে বেড়ায় মাথার মধ্যে। কিন্তু এখানে অশনি ব্যাপারটা একটু অন্যরকম। ‘ছিপকলি’র পর প্রযোজক মিমোর এটা দ্বিতীয় ছবি। ছিপকলি ছবিতে একজন মধ্য বয়স্ক লেখকের অর্থাৎ অলোক চতুর্বেদীর চরিত্রে অভিনয় করেন যশপাল শর্মা। তিনি এর আগে অনেক ছবিতে কাজ করেন। তবে তিনি জানান, "ছিপকলি আমার জীবনের খুব স্মরণীয় একটা ছবি। এর শ্যুটিং হয়েছে বহরমপুরে। এই ছবির সঙ্গে যুক্ত সকলেই আমার থেকে অনেক ছোট। কিন্তু তাদের জ্ঞান আমার থেকে অনেক বেশি। সেই সঙ্গে বলবো, ছবির পরিচালক কৌশিকের ভাবনা-চিন্তা খুবই স্পষ্ট। এত পরিচালকের সঙ্গে কাজ করেছি এর আগে। তবে ওঁর মতো প্যাশনেট পরিচালক খুব কম দেখেছি।" শুধু কৌশিক নয়, মিমোর প্রশংসাও করে তিনি। তাকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। এর আগে 'যকের ধন', 'আলিনগর গোলক ধাঁধা'-র মতো ছবিগুলির সঙ্গীত পরিচালনা করেছেন মিমো। আশা রাখা যায় ঠিক তেমনই এই ছবি ও অর্থাৎ "অশনি" মন কাড়বে সব ভক্তদের। এই ছবির পরিচালক সৌরভ নীল। প্রযোজনায় সুয়ান সিলভার স্ক্রিন এবং সঙ্গীতের দায়িত্বে মিমো নিজেই। গ্রাম এবং শহর - দুটো জিনিসের দ্বন্দ্ব সারাজীবন লেগেই থাকবে। পরিবর্তন এত সহজে আসবে না। অবশ্য আসা টা অসম্ভব ও কিছু না। একদিকে গ্রাম যা কিনা অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কার, অশিক্ষা, ধর্মান্ধতাতে ডুবে আছে আর একদিকে শহর যে এই সব ভুল ধারণা কিছুটা হলেও জয় করে নিয়েছে। বলা চলে শহর গ্রামের তুলনায় কিছুটা হলেও মুক্ত। কিন্তু ঘটনা বা অঘটনে দুই মেরু কিন্তু এখনও এক ভাবেই কাজ করে। ঠিক তেমনই এক গল্প তিনটি মেয়েকে নিয়ে। শহরের তিনটি মেয়ে। রুবিনা, প্রজ্ঞা এবং নিলিমা। রুবিনা পেশায় সাংবাদিক। এমন সময় তিনজনেই তিনজনের ব্যক্তিগত কারণে শহর থেকে গ্রামে পালিয়ে আসতে বাধ্য হয়।  কিছুটা পালিয়ে এসে গাড়ি যখন ঝাড়খণ্ড অতিক্রম করবে ঠিক তখনই তাদের গাড়ির ওপর আছড়ে পরে একটি মেয়ে। মেয়ে বললে ভুল হবে, বলা চলে ৮ মাসের অন্তঃসত্ত্বা একটি মেয়ে। এখন প্রশ্ন একটাই। তবে কি মেয়েটাও পালাচ্ছিল? আর এই অবস্থায় কেন পালাচ্ছিল? কি হয়েছিল তার?

জানা যায়, গ্রামের প্রধানের ছেলে মেয়েটির প্রেমিক। হঠাৎই একদিন তার তিন বন্ধুকে নিয়ে জোর করে ধর্ষণ করে আসিফার এবং সেই কারণেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। আর এই সব কিছু ঢাকতে আসিফাকে খুন করতে উদ্যত হয় গ্রামপ্রধান। অর্থাৎ নিজের প্রাণ বাঁচাতে সেও ব্যস্ত পালাতে। এর থেকে বোঝাই যায়, গ্রাম হোক কিংবা শহর, কোথাও গিয়ে সবাই আজ একই। দু'পক্ষের জীবন একই সুতোয় বাঁধা। দেশ কিছুটা উন্নত হলেও মানুষ পারেনি তাদের মানসিকতা বদলাতে আর এই সব প্রশ্নের উত্তর দিতে শুটিং ফ্লোরে কিছুদিনের মধ্যেই আসতে চলেছে "অশনি"।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News