Flash News
Monday, September 22, 2025

এবার দক্ষিণী মাঠে চিরঞ্জীবীর হাত ধরে নামলেন বলিউডের ভাইজান তথা, সালমান খান

banner

journalist Name : Aankhi Banerjee

#Pravati Sangbad Digital Desk:

চিত্রনাট্যকার সেলিম খানের জ্যেষ্ঠ পুত্র সালমান খান। ১৯৮৮ সালে "বিবি হো তো অ্যায়সি" চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। আর তারপর থেকেই পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ১৯৮৮ থেকে শুরু করে আজও তিনি একের পর এক ভালো ভালো সিনেমা উপহার দিয়ে গেছেন। কখনো ভাইজান আবার কখন বিগ বস এর বস্ হিসেবে দেখা গেছে তাকে। তবে না, এবার আর বলিউড না সরাসরি দক্ষিণী ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এর আগে অবশ্য বহু দক্ষিণী সিনেমার রিমেকে, সিনেমা বানানো হয়েছে বলিউডে যেখানে সালমান খান অভিনয় করেছেন। কিন্তু এবারে তা আর না। দক্ষিণী ইন্ডাস্ট্রির বড়ো অভিনেতা চিরঞ্জীবীর এর সাথে "গডফাদার" সিনেমায় অভিনয় করতে দেখা যাবে বলিউডের ভাইজানকে। মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারহিট ছবি লুসিফারের রিমেক ভার্শন বার করতে চলেছে দক্ষিণ ইন্ডাস্ট্রি। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে চিরঞ্জীবীর কে। তিনি এর আগে ১৫০টির ও বেশি সিনেমাতে অভিনয় করেন।

গডফাদার ছবির পরিচালক মোহন রাজ, তিনিও খুব আগ্রহী ভাইজানের সাথে কাজ করার জন্য। খবর সূত্রে জানা যায়, দক্ষিনী অভিনেতা চিরঞ্জিবীর এর সাথে পরিবার সূত্রে বেশ ঘনিষ্ট সালমান খান, দুই পরিবারের মধ্যে সম্পর্কও বেশ গভীর। আগামী ১২ মার্চ থেকেই কাজরাট-এর এন ডি স্টুডিওতে ছবিতে নিজের অংশের শ্যুটিং শুরু করে দেবেন 'ভাইজান।' গডফাদার এ নিজের শুটিং সেরে ফেলার পরই তিনি কাজে লেগে পরবেন "কাভি ঈদ কাভি দিওয়ালি" ছবির শুটিংয়ে। শোনা যাচ্ছে, আগামী ৩০ ডিসেম্বর বড়ো পর্দায় মুক্তি পাবে সেই ছবি। এছাড়াও তার হাতে আছে এখন "টাইগার৩" এর শুটিং। "কাভি ঈদ কাভি দিওয়ালি" শুটিং এর মাঝে বেশ কিছুদিন ছুটি নিয়ে তিনি " টাইগার৩" র কিছু অ্যাকশন শুট সেরে ফেলবেন এমনটাই শোনা গেছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News