#Pravati Sangbad Digital Desk :
কিছুদিন আগেই সারা সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ে নিয়ে পোস্ট করায় ব্যস্ত ছিল ছোট পর্দার গুনগুন অর্থাৎ অভিনেতা নীল ভট্টাচার্যর বাগদত্তা তৃণা সাহা। খবর সূত্রে জানা যাচ্ছে, এবার আর ছোট পর্দায় নয়, বড়ো পর্দায় দেখা যাবে তাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। পরিচালক অরিন্দম শীল এবং অভিনেত্রী অরুণিমার হাত ধরেই আগমন হচ্ছে তার। তাকে দেখা যাবে " ইস্কাবনের বিবি" সিনেমায়। বৃহস্পতিবারই হয়ে গেল সিনেমার শুভ মহরৎ। কলকাতা ছাড়াও ছবিটির শুট হবে দক্ষিণবঙ্গে। তৃণা, অরুণিমা সহ অভিনয়ে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু,পৌলমী দাসকে। ব্যোমকেশের আগেই কাজশুরু হবে " ইস্কাবনের বিবি" র, এমনটাই শোনা যাচ্ছে। ছবিটির পরিচালক অরিন্দম শীল জানান," পরিবার, আপনজন, প্রেমিক-প্রেমিকা এবং গোয়েন্দার গল্প থেকে একটু বিরতি নিয়ে এবারের ছবিটা তৈরী হচ্ছে একদম থ্রিলার হিসেবে। পীযূষ ঝাঁ-র "সিম্পল গার্ল" গল্প অবলম্বনে তৈরী হচ্ছে ছবিটি। আশা রাখছি দর্শকদের মন কাড়তে পারবে এই ছবিটি" ।
ছবির প্রযোজনায় থাকবে ক্যামেলিয়া প্রোডাকশন, ক্যামেরার দায়িত্বে মধুরা পালিত, সঙ্গীতের ভার নিয়েছেন বিক্রম ঘোষ। কস্টিউম দেখবেন সোহিনী বসু। আগামী এপ্রিল থেকেই কাজ শুরু হবে ইস্কাবনের বিবির। তৃণা সাহা তার এক সাক্ষাৎকার এ জানান " এতোদিন অনেক প্রাণোচ্ছল অভিনয় করে এসেছি। তবে এই চরিত্রটা খুব সিরিয়াস। সেখানে আমার সিনিয়ররাও থাকবেন। তাই ভয় একটু করলেও প্রচন্ড এক্সসাইটেড আমি। আসা রাখছি সবার মন জয় করতে পারবো।" দুর্নীতি এখন সব জায়গায়। ঠিক তেমনই এক নাম করা হসপিটালে ঘটে চলেছে নানা দুর্নীতির ঘটনা। আর ঠিক সেই ঘটনায় জড়িয়ে পড়বে দুটি অল্প বয়সি মেয়ে। সত্য উদঘাটন করতে গিয়ে নিজেরাই জড়িয়ে পরবে মিথ্যের জালে। ঘটতে থাকবে একের পর এক ঘটনা। সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে তারা? জানতে হলে দেখতে হবে " ইস্কাবনের বিবি "।