Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

বাড়িতে ইঁদুরের উৎপাতে নাজেহাল? রেহাই পেতে বেছে নিন ঘরোয়া প্রতিকার!

banner

journalist Name : Sohini Chatterjee

#Pravati Sangbad:

ঘর বাড়ি যতই পরিষ্কার রাখুন না কেন ইঁদুরের উৎপাত থেকেই যাচ্ছে। এমন সমস্যা প্রায় প্রতিটা ঘরে ঘরে। কীটনাশক, বিষ দিয়ে সাময়িক নিস্তার মিললেও তাতে থাকা কীটনাশক বা ক্যামিক্যাল স্বাস্থ্যের একেবারে বারোটা বজায়। এছাড়াও ঘরের কোন ঘুমচিতে ঢুকে মরে থেকে দুর্গন্ধ ছড়ায়। যা পরিষ্কার করা এক ঝক্কির কাজ। তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে বেছে নিন ঘরোয়া

প্রতিকার। দেখুন কী কী করলে দূর হবে ইঁদুরের উৎপাত-

পিপারমেন্ট অয়েল-

ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর তাড়ানোর জন্য বেছে নিন পিপারমেন্ট অয়েল। এই তেলের তীব্র গন্ধ ইঁদুর সহ্য করতে পারেনা। তাই ঘরের আনাচে কানাচে ইঁদুরের যাত্রা পথে পিপারমেন্ট তেলে ডোবানো তুলোর টুকরো কিংবা কাগজের টুকরো রাখুন।

লবঙ্গ-

লবঙ্গর ঝাঁঝালো গন্ধ স্বাদ দুটোই ইঁদুরের কাছে খুবই অস্বস্তিকর। তাই ঘরের যেসব জায়গায় ইঁদুরের উৎপাত বেশি সেসব জায়গায় নরম কাপড়ের কয়েকটা আস্ত লবঙ্গ জড়িয়ে রেখে দিন।দেখবেন কিছুদিনের মধ্যেই কমবে ইঁদুরের উৎপাত।

লঙ্কা গুঁড়ো-

ইঁদুর তাড়াতে এবার রান্না ঘরে রাখা লঙ্কা গুঁড়ো বেছে নিন। লবঙ্গর মতোই ঘরের কোণায় একটা পুরোনো কাপড়ে লঙ্কার গুঁড়োর পোটলা রেখে দিন। এতে ইঁদুর তো পালাবেই পাশাপাশি দূর হবে পিঁপড়ে, তেলেপোকা, ছাড়পোকার মতো কীটপতঙ্গ।

পেঁয়াজ-

পঁচা পেঁয়াজের গন্ধ ইঁদুরের যম। তবে পঁচা পেঁয়াজ ঘরে রাখাটা অস্বস্তিকর হলে টাটকা পেঁয়াজও রাখতে পারেন।

বেকিং সোডা-

ইঁদুর তাড়ানোর আরো একটি ঘরোয়া উপকরণ হলো বেকিং সোডা। বাড়িতে যেখানে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি সেখানে ছড়িয়ে রাখুন বেকিং সোডা। সকালে ঝেড়ে ফেলে দিন। এই পদ্ধতিতে দেখবেন ইঁদুর আর অমুখো হচ্ছে না।

গোলমরিচ গুঁড়ো-

লবঙ্গর মতোই গোলমরিচ গুঁড়োর ঝাঁঝ স্বাদ ইঁদুর সহ্য করতে পারেনা। পাশাপাশি গোল মরিচের কটু গন্ধে শ্বাস নেওয়াতে ইঁদুরের ফুসফুসে আঘাত লাগায় এরা মারা যায়। তাই ইঁদুর চলাচলের স্থানে বেশি করে ছড়িয়ে রাখুন গোলমরিচ গুঁড়ো।

মাথার চুল-

ইঁদুর থেকে মুক্তি পাওয়ার সব থেকে সহজ কার্যকর উপাদান হচ্ছে মানুষের চুল। চুল মুখে গেলে বা পায়ে জড়িয়ে গেলে ইঁদুরের মৃত্যু অবধারিত। তাই ইঁদুর তাড়াতে রাতের বেলা আপনার ঘরের মেঝেতে ইঁদুরের প্রিয় জায়গাগুলোতে চুল ফেলে রাখতে পারেন।

শুকনো গোবর-

এছাড়াও ইঁদুর ঘর থেকে তাড়াতে বা বিষের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে ইঁদুর মারতে শুকনো গোবরের জুড়ি মেলা ভার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য লাইফস্টাইল অন্যান্য
Related News