Flash News
Monday, September 22, 2025

বছরের শুরুতেই বাজিমাত করলো "দ্যা ব্যাটসম্যান" - কেপড ক্রুসেডার

banner

journalist Name : Aankhi Banerjee

#Pravati Sangbad Digital Desk:

শুক্রবার অর্থাৎ ৪ই মার্চ ছেয়ে যায় বক্স অফিস। পরিস্থিতি না মেনেই উপছে পরে সিনেমা হল। কারণ সেইদিন মুক্তি পায় "দ্যা ব্যাটসম্যান"। ২০২২ এর বহু অপেক্ষাকৃত ছবিগুলোর মধ্যে প্রথম সারিতে আছে ব্যাটসম্যান। অনুরাগীদের মন জিতে নেওয়ার সাথে সাথেই বক্স অফিসও মাতিয়ে রেখেছে এই ইংরেজি সিনেমা। খবর সূত্রে জানা যায়, ছবিটি মুক্তির দিনই আয় করে ফেলেছে ৫৭ মিলিয়ন ডলার মার্কিন মুদ্রায়। ( যদিও এটি শুধু আমেরিকার ৪৪১৭টি জায়গার তথ্য)। ডি সি কমিক্সের গল্প দ্বারা নির্মিত "দ্যা ব্যাটসম্যান" এর লক্ষ্য সপ্তাশেষে ১২০ থেকে ১৩০ মিলিয়ন ডলার আয় করা। যদিও এই সিনেমায় আগের অভিনেতারা কেউ নেই এবং এর গল্প টাও নতুন বটে। আগের ব্যাটসম্যানের গল্পগুলোর সাথে এই গল্পের তেমন কোনো মিল নেই। ছবির পরিচালক ম্যাট রিভসের মধ্যেই আয় করে ফেলেছেন ৪৮ বিলিয়ন ডলারের দ্বিগুণ। মারণ রোগ করোনা প্রকোপে ছবির নির্মাণ দেরি করে হলেও ইতিমধ্যে এই ছবি ছাপিয়ে গেছে ২০০ বিলিয়ন ডলার। রবার্ট প্যাটিনসন  প্রথম বার অভিনয় করলেন ব্যাটসম্যান ছবিতে। এখানে ক্যাটওমান জো ক্রাভিটস, দ্যা রিডলার পল ড্যানো। ছবির নির্মাতা এবং পরিচালক এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News