Flash News
Monday, September 22, 2025

অবশেষে মুক্তি পাচ্ছে ‘শর্মাজি নামকিন’ ঋষি কাপুর অভিনীত শেষ ছবি

banner

journalist Name : Aankhi Banerjee

#Pravati Sangbad Digital Desk:

"মেরা নাম জোকার" নাম টা শুনলেই যে শিশু অভিনেতার মুখ ভেসে ওঠে সে আর কেউ না কাপুর পরিবারের দাপুটে সন্তান ঋষি কাপুর। ১৯৭০ সাল থেকে তার অভিনয় যাত্রা শুরু হলেও ২০২২ এ এসেও সমান ভাবে জনপ্রিয় তিনি। গত ৩০ এপ্রিল ২০২০ তে তিনি প্রয়াত হলেও তার সিনেমায় তিনি সকলের মধ্যে বেঁচে আছেন। "মেরা নাম জোকারের" পর ১৯৭৩ সালে "ববি" সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে এবং এই সিনেমা করে তিনি জিতে নেন ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা র পুরস্কার। ব্যাস, আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। তার পর একের পর এক (১) ববি ১৯৭৩ (২) চান্দিনী ১৯৮৯ (৩) দিওয়ানা ১৯৯২ (৪) নাগীনা ১৯৮৬ (৫) কাপুর এন্ড সন্স ২০১৬ (৬) মেরা নাম জোকার ১৯৭০ (৭) আমার আকবর এন্টনী ১৯৭৭ (৮) প্রেম রোগ ১৯৮২ (৯) দা বডী ২০১৯ (১০) প্রেম গ্রান্থ ১৯৯৬ (১১) কার্জ ১৯৮০ (১২) হিনা ১৯৯১ (১৩) লাইলা মাজনু ১৯৭৬ (১৪) মুল্ক ২০১৮ (১৫) ১০২ নট আউট ২০১৮ (১৬) কাভী কাভী ১৯৭৬ (১৭) আ আব লট চালে ১৯৯৯ (১৮) অগ্নীপথ ২০১২ (১৯) নসীব ১৯৮১ (২০) দামিনী ১৯৯৩ (২১) লাভ আজ কাল ২০০৯ (২২) বানজারান ১৯৯১ (২৩) সারগম ১৯৭৯ (২৪) বোল রাধা বোল ১৯৯২ (২৫) এ ভাদা রাহা ১৯৮২ (২৬) কুলি ১৯৮৩ (২৭) বেসরম ২০১৩ (২৮) জাব তাক হে জান ২০১২ ছাড়াও আরও নানা ছবি উপহার হিসেবে দিয়ে এসেছেন তার ভক্ত দের। দীর্ঘদিন মারণরোগ ক্যান্সারে ভুগে ২০২০ সালের ৩০ এপ্রিল মৃত্যু ঘটে ঋষি কাপুরের। ২০২০ সালের শুরুতেই শুটিং করেন ‘শর্মাজি নমকিন’-এর। কিন্তু সেই কাজ শেষ করার আগেই বিদায় নেন তিনি।

তার অসমাপ্ত কাজ শেষ করেন পরেশ রাওয়াল। এই ছবিতে ঋষি, পরেশ ছাড়াও অভিনয় করেছেন জুহি চাওলা, সুহেল নায়ার, তারুক রায়না এবং আরো চেনা মুখ। অভিনীত সকলেই নিজস্ব ইন্টারভিউতে দুঃখের সাথে সাথে আনন্দও প্রকাশ করছেন। জুহি চাওলা বলেছেন" চিন্টু দা চরিত্রটি যেনো কাপুর জির জন্যই ভাবা হয়েছে"। ফারহান আক্তার ছবিটির ফার্স্ট লুক শেয়ার করে আনন্দে ফেটে পড়েছেন। তিনি জানান ৬০ বছর বয়সী এক যুবকের গল্প বলবেন ‘শর্মাজি নামকিন’।” তিনি আরও বলেন যে, খ্যাতনামা অভিনেতা কাপুর জির অসামান্য নানা কাজের লালন পালন ঘটাব আমাদের মনের মধ্যেই। আমরা সত্যিই খুব গর্বিত। এই ছবির পরিচালনা করছেন নবাগত পরিচালক হিতেশ ভাটিয়া। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে আগামী ৩১শে মার্চ অ্যামাজন প্রাইমে। অভিনেতা প্রয়াত কাপুরকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে অনুরাগীরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News