Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

দেশে বাড়ছে করোনা সংক্রমনের হার, চিন্তায় দেশবাসী

banner

journalist Name : Sangita Rana

#New Delhi:

উৎসবের মরশুমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। চোখ রাঙাচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ। বেড়েছে পজিটিভিটি হারও। দেশে বাড়ছে সংক্রমিতের সংখ্যা।

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। শুধুমাত্র কেরলেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৫১।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৫৭ জনের।  আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৭৮ হাজার ৪৩৮ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৮২৬। যা গত ৮ মাসে সর্বনিম্ন। সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৬৩ হাজার ১০৪ জন। একদিনে ১৩ হাজার ২০৪ জন সুস্থ হয়েছেন।তবে সুস্থতার হার বাড়লেও, দৈনিক সংক্রমণের হারবৃদ্ধি খানিকটা চিন্তায় রাখছে দেশকে।

দেশের যে পাঁচটি রাজ্য সংক্রমণের শীর্ষে, তার মধ্যে এখনও শীর্ষে কেরল । এখানে গত ২৪ ঘণ্টায় ৭,১২৪ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের নাম। টিকাকরণ জারি থাকলেও সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। 


আগেই চিকিৎসকরা জানিয়েছিলেন, উৎসবের মাঝেই ধীরে ধীরে বাড়তে পারে করোনা পজিটিভিটি। যা বাস্তব হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাজ্যে করোনা পজিটিভিটির হার ছিল ২.০৮ শতাংশ। একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮০৬ জন।

এদিকে, রাজ্যে ও কলকাতায় ফের বাড়ল করোনা সংক্রমণ। কলকাতায় দৈনিক সংক্রমণ দাঁড়িয়েছে ২০৫। স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭২৩ জন।সংক্রমণ গ্রাফ নিম্নমুখী থাকলেও ফের বেড়েছে অস্বস্তি। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৮ হাজার ৪৮৮ জন। রাজ্যে সুস্থ হয়েছেন ৭৭৪ জন। অ্যাক্টিভ কেস কমেছে ৬.০২ শতাংশ।


বঙ্গে একদিনে ৪৩ হাজার ৩২২ জনের করোনা পরীক্ষা হয়। যা নিয়ে রাজ্যে মোট এক কোটি ৯০ লাখ ৩৯ হাজার ৩০১ জনের কোভিড পরীক্ষা হল।

এদিন কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৭২। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫৯। দক্ষিণ ২৪ পরগনায় কোভিড আক্রান্ত হয়েছেন ৭৯ জন। হুগলিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ জন। হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৯। পূর্ব ও পশ্চিম বর্ধমানে যথাক্রমে করোনা আক্রান্তের সংখ্যা ২২ ও ২৪। ঝাড়গ্রামে তিনজন মারণ ভাইরাসের শিকার।

বর্তমানে রাজ্যের পজিটিভিটির হার ২.২৫ শতাংশ। বাঁকুড়ায় ১৫ জন কোভিড আক্রান্ত হয়েছেন। পুরুলিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ জন। বীরভূমে ২৫ জন, নদিয়ায় ৪৫ জন, মুর্শিদাবাদে সাতজন, মালদায় চার জন, দক্ষিণ দিনাজপুরে ৩০ জন, উত্তর দিনাজপুর আট জন, জলপাইগুড়িতে ২৫ জন, কালিম্পঙে তিন জন, দার্জিলিঙে ৩২ জন, কোচবিহারে ১৩ জন এবং আলিপুরদুয়ারে ছ' জন করোনা আক্রান্ত হয়েছেন।


এদিকে এদিন রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা ১৫। যা নিয়ে বাংলায় মোট ১৯ হাজার ৯৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গতদিনও ১৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল রাজ্যে। বর্তমানে রাজ্যে মৃত্যুর হার ১.২০ শতাংশ

উপসর্গহীনদের জন্য এবার সেন্টিনেল সার্ভে।স্বাস্থ্যসাথী মেনেই দিতে হবে চিকিৎসা।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নাশকতা মহামারি স্বাস্থ্য
Related News