#Pravati Sangbad Digital Desk:
বনশালির গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি ছবি নিয়ে বর্তমানে চর্চার অন্ত নেই। গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়িয়ের পরিচয়ে, গুজরাতের প্রত্যন্ত অঞ্চলের এক মহিলা। যাঁর আসল নাম গঙ্গা হরজীবনদাস কাঠিয়াওয়াড়ি। পাঁচ কি ষাটের দশক নাগাদ মাত্র ৫০০ টাকার বিনিময়ে নিজের স্বামীর হাতে মুম্বইয়ের কুখ্যাত যৌনপল্লী কামাথিপুরাতে বিক্রি হয়েছিলেন। সেই সময়ে কামাথিপুরার ডাকসাইটে মহিলা তিনি। অনেকের কাছেই ‘মুম্বই মাফিয়া কুইন’ নামে পরিচিত। বাস্তব গঙ্গুবাই এর সাথে পরিচয় না হলেও অভিনেত্রী গাঙ্গুবাই একদমই অচেনা নয়।এখন তাই সারা বলিউড জুড়ে এখন একটাই নাম আর সেটা হলো গাঙ্গুবাই। হ্যাঁ, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’।
সারা বক্সঅফিস জুড়ে তার অভিনয় প্রশংসা বলা যায় দক্ষ অভিনয় প্রশংসা এখন তুঙ্গে। কঙ্গনা রানাওয়াত সহ অনেক বড় বড় অভিনেতা প্রশংসায় মজেছে আলিয়ার। আর এরই মধ্যে চলে এলো তার হলিউড পাড়ি দেওয়ার সুযোগ। বলাবাহুল্য এত হতে চলেছে আলিয়ার জীবনের টার্নিং পয়েন্ট। ইতোমধ্যে অবশ্য তারই সময়ের দুই অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে সফল। আলিয়া ও হাঁটছে সেই পথে। ৮ মার্চ ২০২০ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের দিন হলিউডে অভিষেক হয় আলিয়া ভাটের। মঙ্গলবার সকালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফে জানানো হয় তাদের স্পাই থ্রিলার 'হার্ট অফ স্টোন’ নামের ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া।
ছবির পরিচালক টম হার্পারের সেই ছবিতে রয়েছেন গ্যাল গ্যাডো এবং ডেমি ডর্ম্যান। এটাই হলিউডের প্রথম অভিনয় হবে আলিয়ার। যদিও ছবিতে তার চরিত্র এখনই জানা যায়নি। তার হলিউড অভিষেকর কথা অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই আনন্দে আত্মহারা হয়ে যায় তার অনুরাগীরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ ফোন কলেও শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে তার কাছে। অর্জুন কাপুর, হৃতিক রোশন সহ বহু বলিউড অভিনেতারা তাকে শুভেচ্ছা জানায়। হলিউড ছাড়াও এখন আলিয়ার হতে রয়েছে করণ জোহর পরিচালিত "রকি অর রানী কি প্রেম কাহিনী" র শুটিং। দীর্ঘ ৬ বছর পর এই ছবি নিয়ে আবার ফিরছেন করণ জোহর। এখানে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর সিং কে।