#Pravati Sangbad Digital Desk:
২০১৯ সালের জুলাই মাসে চাঁদে প্রথম পা রেখেছিল চন্দ্রযান ২, শুধু চন্দ্রযান ২ নয়, তার সাথে ছিল আরও ১৩টি কৃত্রিম উপগ্রহ, মূলত চাঁদের অজানা তথ্য সকলের সামনে তুলে ধরাই ছিল চন্দ্রযান ২ এর প্রধান কাজ, আর চন্দ্রযান ২ এর বিক্রম সহ বাকী ১২ জন সৈন্য তাদের কাজ ঠিক ভাবেই পালন করে আসছে। আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে চন্দ্রযান ২ এর নতুন সংযোজন, কিন্তু তার আগেই চাঁদে মিলেছে নতুন চমক, যার খোঁজ দিয়েছে চন্দ্রযান ২। চন্দ্রযান ২ এর পাঠানো তথ্য অনুযায়ী চাঁদের বহিমণ্ডলে আর্গন ৪০ এর খোঁজ পাওয়া গিয়েছে। চন্দ্রযান ২ এর মধ্যে রয়েছে বায়ুমণ্ডলীয় এক্সপ্লোরার ২, যার সাহায্যেই আর্গন ৪০ এর খোঁজ মিলেছে। আর্গন মূলত এক ধরণের রাসায়নিক মৌল, বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী আর্গনের পারমাণবিক সংখ্যা ১৮। আর্গন সাধারণত এক ধরণের নিষ্ক্রিয় গ্যাস, যা পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থিত তৃতীয় সর্বাধিক গ্যাস, যা কার্বন ডাই অক্সাইড বা নিয়নের থেকে অনেক গুন বেশি পরিমানে পাওয়া যায়।
আর্গনের পারমাণবিক কক্ষটি আটটি ইলেকট্রন দিয়ে পরিপূর্ণ, যার ফলে আর্গন অন্যান্য মৌলের থেকে অনেক বেশি স্থিতিশীল এবং প্রতিরোধী। তবে ইসরোর মতে এর আগেও চাঁদের বায়ুমণ্ডলে আর্গনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিলো, আর সেটিও ছিল আর্গন ৪০। আর্গন সাধারণত রাসায়নিক ভাবে কোন রকম বিক্রিয়া করে না, অনেক সময় নাইট্রোজেনের বিকল্প হিসাবেও আর্গনের ব্যাবহার করা হয়। অন্যদিকে বায়ুমণ্ডলের বাকি সমস্ত গ্যাসের থেকে আর্গনের তাপ পরিবহণের ক্ষমতা অনেকাংশে কম, সুতরাং এটি ঠাণ্ডা প্রকৃতির গ্যাস।