#Pravati Sangbad Digital Desk:
৮ই মার্চ ছিল বিশ্ব নারী দিবস এবং সেদিন প্রয়াত দুই ফুটবলার সুভাষ ভৌমিক এবং সুরজিত সেনগুপ্তের স্ত্রীদের বিশেষ সম্মান দেওয়া হল আই এফ এর পক্ষ থেকে। মঙ্গলবার শুক্লা ভৌমিক ও শ্যামলী সেনগুপ্তকে সম্মানিত করে আইএফএ। শুক্লা ভৌমিক হলেন সুভাষ ভৌমিকের স্ত্রী এবং শ্যামলী সেনগুপ্ত হলেন সুরজিত সেনগুপ্তের স্ত্রী। শুদ্ধ বাংলার তথা ভারতের ফুটবল জগত থেকে খোয়া গেছে এই দুই নক্ষত্র। নেমে এসেছিলো ভারতীয় ফুটবলে শোকের ছায়া। প্রয়াত সুভাষ ভৌমিক এবং সুরজিৎ সেনগুপ্তর অবদান ক্রীড়া জগতে অনেক। তাদের এই অবদান এর জন্যই তাদের স্ত্রীদের আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ সম্মান জানালো আইএফএ।
আই এফ এর পক্ষ থেকে অনন্যা সম্মান দেওয়া হয় এই দুই প্রয়াত ফুটবলারের স্ত্রীদের। এই দিন অনুষ্ঠানের পরে বক্তব্য রাখেন আই এফ এর সচিব জয়দেব মুখোপাধ্যায়। প্রয়াত খেলোয়াড়দের ৩৩ সম্মান জানানোর পিছনে মূল কারণ তিনি তুলে ধরেন তার বক্তব্যে। তিনি বলেন, প্রতিটি সফল মানুষের পেছনে একজন মহিলার অবদান অবিস্মরণীয়। তাই খেলোয়াড়দের অবদানের জন্য তাদের স্ত্রীদের সম্মান জানানো হলো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি অজিত বন্দোপাধ্যায় আই এফ এফ এর সভাপতি সুব্রত দত্ত এবং আই লীগের সিইও সুনন্দ ধর সহ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
পুরষ্কার বিতরণী উৎসব এই বছরেই দ্বিতীয় বৎসর। এই বছরের পুরস্কার প্রদান করেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্লা ভৌমিক এবং শ্যামলী সেনগুপ্ত ছাড়াও পুরস্কার প্রদান করা হয়েছে অনিন্দিতা ভট্টাচার্য রাবিয়া বিবি বাসন্তী মন্ডল কনিকা বর্মন এবং কুন্তলা ঘোষ দস্তিদার দের। এছাড়াও কন্যাশ্রী কাপে যে সমস্ত দল গুলি অংশগ্রহণ করেছে সেই সমস্ত দলের অধিনায়কদের পুরস্কার দেওয়া হয়েছে।