Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

করোনা অতিমারীর ফাঁকেই লাদাখে শুরু হতে চলেছে তুষার ভাস্কর্য

banner

journalist Name : Aankhi Banerjee

#Pravati Sangbad Digital Desk:

গত দু বছর ধরে কোভিড-১৯ নামক মারণ রোগের জন্য অতিষ্ট হয়ে উঠেছিল সমগ্র জীবকুল। ঝিমিয়ে পড়েছিল হুজুগে বাঙালিরা। বেড়াতে যাওয়া হয়ে উঠেছিল স্বপ্নের সমান। কিন্তু এই বছর আর কোন মারণ রোগই আটকাতে পারবেনা কোন বাঙালি কে। গত দু'বছর ধরে প্রায় বন্ধই হয়ে গেছে পর্যটন ব্যবস্থা। অনেক ক্ষতি হয়েছে পর্যটন এজেন্সিদের। আর তাই ঝিমিয়ে পড়েছে পর্যটকরা। কিন্তু আর না। পরিস্থিতি স্বাভাবিক হতে পর্যটকদের মনে দেখা দিয়েছে খুশির রেস। তারা বেরিয়ে পড়েছে নানা জায়গায়। আর তার থেকেও বড় সুখবর হল অতিমারীর ফাঁকেই লাদাখে শুরু হতে চলেছে তুষার ভাস্কর্য। এতে যেমন পর্যটকের সংখ্যা বাড়বে ঠিক তেমনি স্থানীয়দের কাজের সুরাহাও হবে। তাই কোনভাবেই ঘরে মন টিকছে না পর্যটকদের। কোন ছুটির জন্য নয় বরং সব সময়ের জন্য এবং পর্যটকদের ভীড় বাড়ানোর জন্যই নতুন পদক্ষেপ নিয়েছেন প্রশাসন। লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর বলেছেন," কে বলল শীতকাল পড়লেই লাদাখ থেকে বেরিয়ে যেতে হবে? আমার মতে শীতকালেই লাদাখের সৌন্দর্য আরো বেড়ে যায়। আমরা ভেবে এসেছি গরমকালই লাদাখ যাওয়ার জন্য সঠিক সময়।

কিন্তু আমি বলতে চাই এই ভাবনা সম্পূর্ণ ভুল। গরমকালের মত শীতকালেও লাদাখ হয়ে উঠুক দুরন্ত গন্তব্য স্থল"। এ ছাড়াও লাদাখের যুবকদের জন্য যথেষ্ট ভেবেছেন তিনি। তাদের যাতে কাজের সুরাহা হয় সেই দিকে বেশ গভীর মনোযোগ ছিল তার। এছাড়াও তিনি তুষার ভাস্কর্যের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করার প্রতিশ্রুতি দেন। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News